আইনওবিচারমন্ত্রক

আইন ও বিচার মন্ত্রকের ২০২০ বর্ষশেষের পর্যালোচনা

Posted On: 31 DEC 2020 9:45AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২০
 
কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে ২০২০ বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাইকোর্টের বিচারপতিদের শূন্য পদ পূরণ করা ছাড়াও কোভিড জনিত বর্তমান পরিস্থিতিতে একাধিক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ই-কোর্টস বা ভার্চুয়াল লোক আদালতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রাধান্য পেয়েছে।
 
১) বিচারক নিয়োগ ও বদলি ব্যবস্থা।
 
বিভিন্ন হাইকোর্টে ৬৬ জন নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। মোট ৯০ জন অতিরিক্ত বিচারপতিকে বিভিন্ন হাইকোর্টে স্থায়ীকরণ করা হয়েছে। তিনজন বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে বোম্বে ও মেঘালয় হাইকোর্টে নিয়োগপত্র দেওয়া হয়েছে।
 
২) ই-কোর্টস,এর ব্যবস্থা গ্রহণ। এই প্রযুক্তি প্রণয়নের মাধ্যমে দেশের ১৬, ৮৪৫ টি আদালতে কম্পিউটার সহ আধুনিক সফটওয়্যার এর ব্যবস্থা করা হয়েছে। ভার্চুয়াল কোর্ট এর মাধ্যমে গত ৮ ডিসেম্বর পর্যন্ত ৩৫,০২,৮৯৬ তিন মামলার শুনানি গ্রহণ করা হয়েছে।
 
কোভিড জনিত কারণে লকডাউনের সময় জেলা আদালত গুলিতে মোট ৩৫, ৯৩,৮৩১ টিম মামলার শুনানি হয়েছে। হাইকোর্টে শুনানি হয়েছে ১৩,৭৪,০৪৮ টি মামলার। অন্যদিকে সুপ্রিমকোর্টে প্রায় ৩০ হাজার মামলার শুনানি হয়েছে।
 
৩) সংস্কারমূলক বিভিন্ন কাজের বাস্তবায়ন করা হয়েছে। দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও ব্যবসায়িক মামলা সম্পর্কিত অনলাইন পাঠক্রমের সূচনা করা হয়েছে।
 
৪) টেলি- ল এর মতো  সর্বাধুনিক ডিজিটাল মাধ্যমে বিনামূল্যে আইনী পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
 
৫) প্রো বোনো লিগাল সার্ভিস ব্যবস্থার মাধ্যমে আইনি পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
 
৬) উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলি এবং জম্মু-কাশ্মীরের বিচারব্যবস্থা ত্বরান্বিত করতে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
৭) ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে আরো শক্তিশালী করা হয়েছে। সাধারণ মানুষ যাতে এর সুযোগ নিতে পারেন সেজন্য বহুবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
৮) মহিলা ও শিশুদের সুরক্ষার কথা ভেবে সারা দেশে মোট ১০২৩ টি ফাস্ট ট্রাক স্পেশাল কোর্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরমধ্যে ৩৮৯ টি কেবলমাত্র পকসো আদালত হিসেবে থাকবে।
 
৯) জেলা আদালত থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত পরিকাঠামোগত উন্নয়নের জন্য বহুবিধ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য ৭৯৭৫.৮১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
 
১০) বিচার ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারতের সুপ্রিম কোর্টের সঙ্গে মরক্কোর সুপ্রিম কাউন্সিল অফ দি জুডিশিয়াল পাওয়ারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 
১১) দ্বিতীয় জাতীয় জুডিশিয়াল পে-কমিশন গঠন। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বেতন সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ক্ষেত্রে পর্যালোচনা করতে এই কমিশন গঠন করা হয়েছে।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1685160) Visitor Counter : 362