প্রধানমন্ত্রীরদপ্তর

প্রগতির ৩৪তম আলোচনায় প্রধানমন্ত্রী পৌরোহিত্য করেছেন

Posted On: 30 DEC 2020 7:31PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০শে ডিসেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৩৪তম প্রগতির বৈঠকে পৌরহিত্য করেছেন। আজকের বৈঠকে বিভিন্ন প্রকল্প, কর্মসূচী ও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। রেল, সড়ক পরিবহণ ও মহাসড়ক এবং আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এই প্রকল্পগুলির জন্য ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, গুজরাট, দাদরা ও নগর হাভেলি – এই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে।

বৈঠকে আয়ুষ্মান ভারত ও জল জীবন মিশনের কর্মসূচী নিয়েও আলোচনা হয়েছে। উপভোক্তা বিষয়ক দপ্তরের নানা অভিযোগের নিষ্পত্তি কতটা হয়েছে, বৈঠকে সেই বিষয়গুলিও স্থান পেয়েছে।

প্রধানমন্ত্রী বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির জন্য সর্বাঙ্গীন দ্রুত উদ্যোগ গ্রহণ নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন প্রকল্পের রূপায়ণের বিষয়ে প্রধানমন্ত্রী, মুখ্যসচিবদের বকেয়া সব কাজ দ্রুত শেষ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্প যাতে শেষ হয়, সে দিকে গুরুত্ব দিতে বলেছেন। আয়ুষ্মান ভারত কর্মসূচীর আওতায় সব রাজ্যে যাতে ১০০ শতাংশ নাম নথিভুক্ত হয়, সেই লক্ষ্যে কাজ করার জন্য শ্রী মোদী নির্দেশ দিয়েছেন। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যাতে জল জীবন মিশনের কাজ সঠিক সময়ে শেষ করার জন্য যথাযথ পরিকল্পনা করে, প্রধানমন্ত্রী সে বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে উৎসাহিত করেছেন।

৩৩তম প্রগতির বৈঠকে ২৮০টি প্রকল্প, ৫০ রকমের কর্মসূচী ও ১৮টি দপ্তরের অভিযোগের নিষ্পত্তি নিয়ে এর আগে আলোচনা হয়েছিল।

***

 

 

CG/CB/SFS



(Release ID: 1685026) Visitor Counter : 135