শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
প্রধানমন্ত্রী বলেছেন, "শ্রমেব জয়তে" মন্ত্রের উদ্যমী মনোভাব বজায় রাখতে হবে,সরকার শ্রমিকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ
प्रविष्टि तिथि:
30 DEC 2020 2:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২০
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দফতরের প্রতিমন্ত্রী শ্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার শ্রম ব্যুরোর শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ব্যুরো নিয়ে একটি বিশেষ ডাক টিকিট প্রকাশ করেছেন। ডাক বিভাগের মহানির্দেশক শ্রী বিনীত পান্ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে শ্রম ব্যুরোর উদ্দেশে এক বিশেষ বার্তা প্রদান করেছেন । প্রধানমন্ত্রী বার্তায় জানিয়েছেন শ্রম ব্যুরো বিগত একশো বছর ধরে শ্রম সৃষ্টি , মজুর এবং কর্মসংস্থানের পরিসংখ্যান তুলে ধরতে অত্যন্ত দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। শতবর্ষ উপলক্ষে বিশেষ ডাকটিকিট প্রকাশের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বার্তায় তিনি আরও জানান যে “শ্রমেব জয়তে” মন্ত্রের উদ্যমী মনোভাব বজায় রাখতে হবে। সরকার শ্রমিকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের উন্নয়নে লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী এও জানিয়েছেন তিনটি ঐতিহাসিক শ্রম বিধি কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের স্বার্থই রক্ষা করবে না, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী তার বার্তায় আরও বলেন, কার্যকর নীতি নির্ধারণ ও শ্রমিকদের কল্যাণে পরিকল্পনার জন্য শ্রমিক এবং মজুরি সম্পর্কে নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া অত্যন্ত প্রয়োজন । তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন য শ্রম ব্যুরো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রচারের কাজকে আরও জোরদার করে তুলবে। আগামী দিনে ব্যুরোর সাফল্য কামনা করেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান দফতরের প্রতিমন্ত্রী শ্রী গাঙ্গোয়ার জানান, শ্রমদিবস সৃষ্টি এবং শ্রমিক সম্পর্কিত পরিসংখ্যান নির্ধারণ ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে সমীক্ষা ও সর্বক্ষণের কাজ চালিয়ে শ্রম ব্যুরো উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছে।তিনি বলেন আগে যেখানে পাঁচ বছরের মধ্যে কেবল একবার কর্মসংস্থানের তথ্য পাওয়া যেত, সেখানে ব্যুরো এক সরকারি সংস্থা হিসেবে কর্মসংস্থান ও বেকারত্ব বিষয়ে সর্বভারতীয় স্তরে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ চালিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।এমনকি ত্রৈমাসিক ভিত্তিতেও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রধান মন্ত্রী মুদ্রা যোজনা (পিএমএমওয়াই) এর আওতায় রেকর্ড সময়কালে কর্মসংস্থান সৃষ্টি নির্ধারণের কাজও ব্যুরোকে অর্পণ করা হয়েছে বলে তিনি জানান ।
শ্রী গাঙ্গোয়ার বলেন সম্প্রতি পরিযায়ী শ্রমিক, গৃহ কাজে যুক্ত কর্মী ও পরিবহণ শ্রমিকদের উপর চারটি সর্বভারতীয় সমীক্ষার দায়িত্ব অর্পণ করা হয়েছে শ্রম ব্যুরোর উপর। ২০২১ সালের মার্চ মাসের প্রথম দিকে এর কাজ শুরু হবে এবং অক্টোবরে প্রতিবেদন প্রকাশ করা হবে। শ্রম ব্যুরোর ঐতিহ্য ও সংরক্ষণের উপরে জোর দেন মন্ত্রী।অনুষ্ঠানে মন্ত্রকের সচিব ও শ্রম ব্যুরোর মহানির্দেশক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
***
CG/SS
(रिलीज़ आईडी: 1684912)
आगंतुक पटल : 172