স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে এ পর্যন্ত ব্রিটেন থেকে আগত ২০ জনের শরীরে মিলেছে সার্স-কোভ-২ ভাইরাস


ভারতে প্রতি লক্ষ জনসংখ্যায় কোভিড আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা সারা বিশ্বে অনেক কম

Posted On: 30 DEC 2020 11:08AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২০

ভারতে এ পর্যন্ত ব্রিটেন থেকে আগত ২০ জনের শরীরে সার্স-কোভ-২ ভাইরাসের সন্ধান মিলেছে। জিনের বিন্যাস ঘটিয়ে কোভিডের নতুন এই মিউট্যান্টের সন্ধান যাদের মধ্যে পাওয়া গেছে তার মধ্যে ৬ জন আগেই চিহ্নিত হয়েছিলেন। এরপর ১০৭ জনের নমুনা পরীক্ষার জন্য দশটি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। ভারত সরকার ইতিমধ্যে ইন্ডিয়ান সার্স কোভ-২ জেনোমিকস কনসোর্টিয়াম তৈরি করেছে। এই দশটি পরীক্ষাগার হচ্ছে কলকাতার এন আই বি এম জি, ভুবনেশ্বরের আই এলএস, পুনের এনআই ভি এবং সিসিএস, হায়দ্রাবাদের সিসিএমবি এবং সিডিএফডি, ব্যাঙ্গালোরের আইএন এসটিইএম এবং নিমহানস, দিল্লির আইজি আইবি এবং এনসিডিসি।

রাজ্যগুলিকে এ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে গত ৩৩ দিনে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যার চেয়ে আরোগ্যের সংখ্যা অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে ২০, ৫৪৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ওই একই সময়ে মোট ২৬, ৫৭২ জন সুস্থ হয়ে উঠেছেন।

ভারতে সুস্থতার হার আজ পর্যন্ত বেড়ে হয়েছে ৯৮,৩৪,১৪১। সারা বিশ্বে যা সবচেয়ে বেশি। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৯৯ শতাংশ। সুস্থতা এবং আক্রান্তের নিরিখে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৭১,৮৬৯।

সারা বিশ্বের তুলনায় ভারতে প্রতি লক্ষ্য জনসংখ্যায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রতি লক্ষ্য জনসংখ্যায় ৭,৪২৩।  যেখানে রাশিয়া, ইটালি, ব্রিটেন, ব্রাজিল, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৭,৪২৩।

দেশের ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৭৮.৪৪ শতাংশ। এরমধ্যে মহারাষ্ট্রে ৫,৫৭২ জন, কেরালায় ৫,০২৯ জন এবং ছত্রিশগড়ে ১,৬০৭ জন একদিনে সুস্থ হয়ে উঠেছেন। 

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮৬ জনের।

ভারতে প্রতি লক্ষ্য জনসংখ্যায় মৃত্যুর হার সারাবিশ্বের চেয়ে অনেকটাই কম। 

***

 

 

CG/ SB



(Release ID: 1684720) Visitor Counter : 215