রেলমন্ত্রক
বর্ষশেষের সাফল্য হিসেবে রেলমন্ত্রকের "আত্মনির্ভর ভারত গঠন" বিষয়ক পুস্তিকা প্রকাশ
प्रविष्टि तिथि:
30 DEC 2020 1:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২০
রেল মন্ত্রক ২০২০র বর্ষশেষের সাফল্য হিসেবে "আত্মনির্ভর ভারত গঠন" বিষয়ক একটি পুস্তিকা প্রকাশ করেছে। যে পুস্তিকায় মন্ত্রকের সারা বছরের গুরুত্বপূর্ণ কাজ গুলি তুলে ধরা হয়েছে।
কোভিড জনিত পরিস্থিতিতে জাতির লাইফলাইন হিসেবে পরিচিত রেল, যাত্রী সুরক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় কি কি ব্যবস্থা নিয়েছে এবং পরিকাঠামোগত সুযোগ সম্পর্কে পুস্তিকাটিতে আলোচনা করা হয়েছে। ওই পুস্তিকায় আত্মনির্ভর ভারত, স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারত, গ্রীন রেলওয়েস, দক্ষ ভারত, ফ্রেট করিডোর থেকে শুরু করে কিষাণ রেল সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। ইংরেজি ও হিন্দি ভাষায় প্রকাশিত এই পুস্তিকাটি রেলের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1684717)
आगंतुक पटल : 223