স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ক্রমশ কমছে, আজকের হিসেবে এর পরিমাণ ২.৮৩ লক্ষর কাছাকাছি গত ১১ দিন ধরে প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছেন ১১ হাজারের কম


গত ১২ দিন ধরে দৈনিক ৪০০-র কম সংক্রমিত মারা যাচ্ছেন

Posted On: 24 DEC 2020 11:03AM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৪শে ডিসেম্বর, ২০২০

 

ভারতে মোট চিকিৎসাধীন সংক্রমিত রোগীর সংখ্যা ক্রমশ কমছে।  আজকের হিসেবে এই সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ৮৪৯। এই মুহূর্তে মোট সংক্রমিত মাত্র ২.৮৮ শতাংশ চিকিৎসাধীন।  আজকের হিসেবে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা গত ২৪ ঘন্টায় কমেছে ৫৩৯১।  

বিগত ২৭ দিন ধরে নতুন সংক্রমণের থেকে বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠছেন।  গত ২৪ ঘন্টায় ২৪৭১৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন এই সময়ে ২৯৭৯১ জন কোভিড মুক্ত হয়েছেন।   

গত ১১ দিন ধরে,  প্রত্যেকদিন সংক্রমিত হচ্ছেন ৩০ হাজারের কম মানুষ। 

আজকের হিসেবে মোট ৯৬লক্ষ লাখ ৯৯ হাজার ১৭৩ জন সংক্রমিত সুস্থ হয়ে উঠেছেন।  আরোগ্যের হার  ৯৫ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৯ দশমিক ৫৬ শতাংশ মানুষ বাস করেন।  মহারাষ্ট্রের একদিনে ৭৬২০, কেরালায় ৪৮০৮ চজন এবং পশ্চিমবঙ্গে ২১৫৩ জন্ নতুন করে কোভিড মুক্ত হয়েছেন।  

নতুন করে যারা সংক্রমিত হচ্ছেন তাদের মধ্যে ৭৬ দশমিক ৪৮ শতাংশ মানুষ ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করেন।  এর মধ্যে কেরালায় নতুন করে ৬১৬৯, মহারাষ্ট্রে ৩৯১৩ এবং পশ্চিমবঙ্গের ১৬২৮ জন সংক্রমিত হয়েছেন   

গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুর খবর এসেছে ৩১২ জনের। এর মধ্যে ১0 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই মোট ৭৯ দশমিক ৮১ শতাংশ মৃত্যুর খবর পাওয়া গেছে।  মহারাষ্ট্রের সর্বোচ্চ ৯৩ জন, পশ্চিমবঙ্গে ৩৪ জন ও কেরালায় ২২ জন মারা গেছেন।  ভারতের মৃত্যুর হার ক্রমশ নিম্নমুখী। গত ১২ দিন ধরে দৈনিক ৪০০ জনের কম সংক্রমিত প্রাণ হারাচ্ছেন।  

***

 

 

CG/CB


(Release ID: 1683309) Visitor Counter : 187