আইনওবিচারমন্ত্রক

চলতি বছরের সর্বশেষ জাতীয় লোক আদালতের মাধ্যমে ভার্চুয়াল মোডে এবং সশরীরে ৩২২৮ কোটি টাকা অর্থমূল্যের দশ লক্ষেরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছে

Posted On: 17 DEC 2020 12:02PM by PIB Kolkata

নতুন দিল্লী, ১৭ ডিসেম্বর, ২০২০

চলতি বছরের সর্বশেষ জাতীয় লোক আদালত জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সারাদেশে ভার্চুয়াল মাধ্যম এবং সশরীরে গত ১২ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। করোনা জনিত অতিমারির পরিপ্রেক্ষিতে যাবতীয় সুরক্ষা বিধি মেনে এই লোক আদালত অনুষ্ঠিত হয়। জাতীয় লোক আদালতে মোট ৮১৫২ টি বেঞ্চ গঠন করা হয়েছিল। মোট ১০ লক্ষ ৪২ হাজার ৮১৬টি মামলার সফলভাবে নিষ্পত্তি হয়। এরমধ্যে ৫ লক্ষ ৬০ হাজার ৩১০ টি আদালতে প্রাক মামলা চলাকালীন ছিল। অন্যদিকে, বাকি ৪ লক্ষ ৮২ হাজার ৫০৬ মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন ছিল। নিষ্পত্তির জন্য মোট অঙ্কের পরিমাণ ছিল ৩২২৭.৯৯ কোটি টাকা।

জাতীয় লোক আদালতে এমএসিটি মামলা ছাড়াও শ্রম বিরোধ, অর্থ পুনরুদ্ধার, জমি অধিগ্রহণ, ভরণপোষণ মামলা সহ বিবাহ সংক্রান্ত, বেতন সংক্রান্ত, অবসরগ্রহণের সুবিধা বিষয়ক এবং অন্যান্য দেওয়ানী মামলা গ্রহণ করা হয়েছিল।

জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি কর্তৃক পরিচালিত লোক আদালত হচ্ছে বিরোধ নিষ্পত্তি করার একটি বিকল্প পদ্ধতি। এটি এমনই একটি ফোরাম যেখানে মামলা আদালতে ওঠার আগে  কিংবা বা পরেও নিষ্পত্তি অথবা সমঝোতার মাধ্যমে মীমাংসিত হয়। লিগ্যাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট ১৯৮৭ অনুযায়ী লোক আদালতকে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া হয়েছে। লোক আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়।

***

 

CG/ SB



(Release ID: 1681482) Visitor Counter : 272