যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ৬টি বিশ্বমানের স্কোয়াশ কোর্ট হবে, শ্রী কিরেন রিজেজুর উপস্থিতিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন
प्रविष्टि तिथि:
16 DEC 2020 6:14PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১৬ ডিসেম্বর, ২০২০
নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে আজ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজেজুর উপস্থিতিতে ৬ টি স্কোয়াশ কোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
প্রধান অতিথি ডক্টর এস জয়শঙ্কর যিনি নিজেও একজন ক্রীড়া উৎসাহী এবং আগ্রহী স্কোয়াশ খেলোয়াড়, এই প্রকল্পের প্রশংসা করে বলেন, স্কোয়াশ কোর্ট গুলি প্রস্তুত হয়ে যাওয়ার পর তিনি সেখানে স্কোয়াশ খেলতে আগ্রহী। বিদেশ মন্ত্রী বলেন, ভারতে খেলাধুলার অভাবনীয় দক্ষতা রয়েছে। রয়েছে দক্ষ এবং উৎসাহী কোচ। যারা খেলাধুলায় প্রতিভা বিকাশে সময় দেবে। আমাদের এখানে খেলাধুলার গণতন্ত্রীকরণ করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।
এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৫.৫২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ছয় মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।
যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজেজু বলেন, এই ধরনের সুবিধা জাতীয় চ্যাম্পিয়ন তৈরীর ক্ষেত্রে সহায়ক হবে। এই স্টেডিয়ামে ৬ টি কোর্টের স্কোয়াশ সুবিধাটি কেবল বিশ্বমানের নয় এটি একটি উৎকর্ষ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে। যেখানে উদীয়মান খেলোয়াড়রা সর্বাধিক সুবিধা পাবেন বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, স্কোয়াশ এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম সফল খেলা। এই খেলায় সৌরভ ঘোষাল, দীপিকা পাল্লিকাল বা জোস্না চিনাপ্পারা দেশের হয়ে জয়লাভ করেছে।
আজকের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মহানির্দেশক শ্রী সন্দীপ প্রধান, স্কোয়াশ রাকেটস ফেডারেশন অফ ইন্ডিয়ার মহাসচিব সাইরাস পঞ্চা প্রমূখ।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1681279)
आगंतुक पटल : 153