শিল্পওবাণিজ্যমন্ত্রক
হস্তশিল্প এবং জিই (জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন) খেলনাকে মান নিয়ন্ত্রণ নির্দেশ থেকে ছাড়
Posted On:
12 DEC 2020 12:15PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১২ ডিসেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মেকিং ইন্ডিয়া বা ভারতে তৈরি খেলনার বিক্রয় এবং রপ্তানির লক্ষ্যে শিল্প ও বাণিজ্যমন্ত্রক এক কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। এই মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টার্নাল ট্রেড, ডি পি আই আই টি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির দিকে লক্ষ্য রেখে ভারতকে বিশ্বব্যাপী খেলনা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই দেশীয় খেলনা উৎপাদনের ক্ষেত্রে মান নির্ণয়ের জন্য বিভাগ কর্তৃক মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি ২০২১ থেকে এই নির্দেশ কার্যকর হবে। এর উদ্দেশ্য দেশীয় খেলনা গুলির মানের অগ্রাধিকার দেওয়া।
বর্তমানে দেশের মাঝারি, ছোট এবং ক্ষুদ্র খেলনা উৎপাদনকারী ইউনিট গুলিকে চাঙ্গা করে তুলতে মাননিয়ন্ত্রণ সংক্রান্ত দ্বিতীয় সংশোধন আইন-২০২০ প্রকাশ করা হয়েছে। সেখানে হ্যান্ডিক্রাফট ডেভলপমেন্ট কমিশনারের অধীন দেশীয় ইউনিট গুলি দ্বারা উৎপাদিত ও বিক্রিত পণ্য ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।
সংশোধন আইন-২০২০ অনুযায়ী মান অনুসরণ করে এমন ভারতীয় খেলনা যা ভৌগলিক পরিচিতি বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন হিসেবে নিবন্ধিত হয়ে আছে এমন পণ্যগুলিকে ব্যুরো অব স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্সের বাধ্যতামূলক ব্যবহার থেকে ছাড় দেয়া হয়েছে। বিভাগ কর্তৃক জারি করা গেজেটে এমন কথাই বলা হয়েছে।
***
CG/SB
(Release ID: 1680217)
Visitor Counter : 117