প্রতিরক্ষামন্ত্রক

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে সম্ভাষণ


সামুদ্রিক সুরক্ষা, সাইবার সম্পর্কিত অপরাধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার: রাজনাথ সিং

Posted On: 10 DEC 2020 1:43PM by PIB Kolkata

নতুন দিল্লী, ১০ ডিসেম্বর, ২০২০


 প্রতিরক্ষা মন্ত্রীদের ফোরাম হিসাবে পরিচিত আসিয়ান ডিফেন্স মিনিস্টারস মিটিং- প্লাস- এর দশম বর্ষপূর্তি উপলক্ষে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভার্চুয়াল বৈঠকে যোগদেন। ভিয়েতনামের হ্যানয়ে এই এডিএমএম- প্লাসের বৈঠক অনুষ্ঠিত হয়। আসিয়ানভুক্ত দশটি এবং আরও আটটি পার্শ্ববর্তী দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে গঠিত এই ফোরামের আজকের বৈঠকে পৌরোহিত্য করেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী শ্রী নগুয়েন জুয়ান ফুক।


ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার ভাষণে সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গির উল্লেখ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলটিতে সুরক্ষা
হুমকির প্রসঙ্গ উত্থাপন করেন। গত বছর পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্দো প্যাসিফিক মহাসাগর উদ্যোগ, আই পি ও আই প্রবর্তনের কথা বলেছিলেন। আশিয়ান সদস্য দেশ সমূহ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীদের উদ্দেশ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার ভাষণে সার্বভৌমত্ব আঞ্চলিক বিষয়গুলি উত্থাপন করেন। দেশের অখন্ডতা রক্ষা এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পাশাপাশি আন্তর্জাতিক বিধি ও আইন মেনে চলার কথা তিনি স্মরণ করিয়ে দেন। সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন অনুসারে নৌ-পরিবহন এবং ওভার ফ্লাইটে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ সারা বিশ্বজুড়ে নিন্দিত হলেও ভারতের আশপাশের অঞ্চলগুলিতে এখনো তা সক্রিয় হয়ে রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরদার লড়াই করার জন্য তিনি আহ্বান জানান।

***

 


CG/SB



(Release ID: 1679719) Visitor Counter : 295