জাহাজচলাচলমন্ত্রক

বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক ভাসমান পরিকাঠামোর প্রযুক্তিগত বিবরণ সংক্রান্ত বিষয়ে জনগণের পরামর্শের জন্য একটি খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে

Posted On: 07 DEC 2020 2:34PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৭ ডিসেম্বর, ২০২০
 
    বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক উপকূলীয় অঞ্চলে বিশ্বমানের ভাসমান পরিকাঠামো প্রতিস্থাপনের লক্ষ্যে প্রযুক্তিগত বিষয়ে জনসাধারণের পরামর্শ প্রদানের জন্য একটি খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে। 
 
    ভাসমান পরিকাঠামোগত জেটি নির্মাণের বেশ কিছু সুবিধা রয়েছে। সেগুলি হল-
 
এটি নির্মাণে খরচ কম এবং স্থায়ী  পরিকাঠামো নির্মাণের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। 
 
স্থায়ী জেটির তুলনায় ভাসমান পরিকাঠামো তৈরির কাজ দ্রুত সম্ভব। সাধারণত একটি ভাসমান কাঠামো তৈরিতে ৬-৮ মাস সময় লাগে। এক্ষেত্রে একটি স্থায়ী কাঠামো তৈরিতে ২ বছরেরও বেশি সময় লাগতে পারে।
 
মডিউলার নির্মাণ কৌশলের কারণে সহজেই নির্মাণ সম্ভব।
 
বন্দর পুনর্গঠন করার প্রয়োজন হলে এটিকে সহজে সরানো যায়।
 
জেটি এবং জাহাজের মধ্যে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা সম্ভব হয়।
 
ভাসমান জেটি প্রতিস্থাপনে বিশেষ সুবিধাও রয়েছে। বিশেষত জোয়ারের সময়  স্থায়ী জেটিতে সমস্যা দেখা দিলেও ভাসমান জেটির ক্ষেত্রে তা হবে না। এতে মস্যৎ জীবীদের বিশেষ সুবিধা মিলবে। এমনকি জাহাজ থেকে জেটিতে পণ্য সরবরাহে সুবিধা মিলবে। 
 
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক সম্প্রতি আন্তর্জাতিক নীতি অনুসরণ করে কয়েকটি পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। এরমধ্যে রয়েছে গোয়ার ভাসমান যাত্রী পরিবহণ জেটি, সবরমতি নদী এবং সর্দার সরোবর বাঁধে ওয়াটার-অ্যারোড্রামস উল্লেখযোগ্য। প্রাথমিকভাবে ৮০টি এই ধরণের ভাসমান জেটি নির্মাণের পরিকল্পনা রয়েছে মন্ত্রকের। আন্তর্জাতিক গুণমান বজায় রেখে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে ভাসমান জেটির পরিকাঠামোগুলির প্রযুক্তিগত উন্নতিসাধনে সবরকম প্রয়াস চালানো হবে। এই ভাসমান জেটি নির্মাণে প্রযুক্তিগত প্রয়োজনীয়তার বিষয়ে সাধারণ মানুষের মতামত ও প্রত্যুত্তর জানানোর জন্য একটি খসড়া নির্দেশিকা  প্রকাশ করা হয়েছে। এই খসড়া নির্দেশিকা পাওয়া যাবে http://shipmin.gov.in/sites/default/files/proforma_guidelines.pdf এই লিঙ্কের মাধ্যমে। এছাড়াও ১১ই ডিসেম্বরের মাধ্যমে ই-মেলের মাধ্যমেও মতামত জানানো যাবে। ই-মেল আইডি-টি হল sagar.mala[at]nic[dot]in
 
প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সবসময় অগ্রাধিকার দিয়েছে। এই খসড় নির্দেশিকা প্রকাশ এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানানোর ব্যবস্থা একটি প্রগতিশীল পদক্ষেপ যা উপকূলীয় সম্প্রদায়ের উন্নয়নে একটি মাইল ফলক হিসেবে প্রমাণিত হবে। 
 
***
 
 
CG/SS/NS

(Release ID: 1678937) Visitor Counter : 228