প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী আগামীকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনী ভাষণ দেবেন

Posted On: 07 DEC 2020 3:00PM by PIB Kolkata

নতুন দিল্লী, ৭ ডিসেম্বর, ২০২০

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১০ টা ৪৫ -এ ভার্চুয়াল মাধ্যমে "ইন্ডিয়া মোবাইল কংগ্রেস-২০২০"র আনুষ্ঠানিক সূচনা করে ভাষণ দেবেন। ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যৌথভাবে এই মোবাইল কংগ্রেসের আয়োজন করেছে। যা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এবারের ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের ভাবনা-" ইনক্লুসিভ ইনোভেশন- স্মার্ট, সিকিওর, সাসটেইনেবল। এর লক্ষ্য, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠনের দৃষ্টিভঙ্গিকে উন্নীত করা। এর পাশাপাশি ডিজিটাল সামগ্রিকতা এবং টেকসই উন্নয়ন, বাণিজ্যিক ও উদ্ভাবনকে ত্বরান্বিত করা। এছাড়াও বিদেশি ও স্থানীয় বিনিয়োগকে উৎসাহিত এবং টেলিকম ক্ষেত্রে উন্নয়ন ঘটানোও এর উদ্দেশ্য।

ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে বিভিন্ন মন্ত্রক, টেলিকম ও গ্লোবাল সেক্টরের প্রতিনিধি, ফাইভ- জি ডোমেইন সেক্টরের বিশেষজ্ঞদের অংশগ্রহণ ছাড়াও সাইবার সুরক্ষা, স্মার্ট সিটিস, ব্লকচেইন, কম্পিউটিং, অটমেশন প্রভৃতির অন্তর্ভুক্তি ঘটবে।

***

 

CG/SB



(Release ID: 1678853) Visitor Counter : 223