কয়লামন্ত্রক

সরকার খনি ক্ষেত্রের প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করে পরিকাঠামোগত সংস্কার করতে চলেছে : শ্রী প্রহ্লাদ যোশী

Posted On: 02 DEC 2020 5:20PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২ ডিসেম্বর, ২০২০

 

কেন্দ্রীয় কয়লা মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশি বলেছেন খনি ক্ষেত্রে প্রকৃত সম্ভাবনার কথা উপলব্ধি করে সরকার এর পরিকাঠামোগত সংস্কার করতে চলেছে। শ্রী যোশী আজ গ্লোবাল মাইনিং সামিট ও ইন্টারন্যাশনাল মাইনিং এন্ড মেশিনারী এক্সিবিশনের উদ্বোধন করেন। তিনি বলেন, খনিজ খাতে প্রস্তাবিত পরিকাঠামোর পরিবর্তন করে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হবে। ব্লক নিলামের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সরকারের সক্রিয় সংস্কার পদ্ধতির কথা উল্লেখ করে শ্রী যোশী বলেন, চলতি বছরের মার্চে একটি উল্লেখযোগ্য সময়কালে কাজের খনিগুলির ইজারা প্রচুর পরিমাণে শেষ করতে হয়েছিল এবং সেগুলি নিলামের ব্যবস্থা করতে হয়েছিল। সরকার সেই সময় একটি অধ্যাদেশ জারি করে খনি শিল্পকে পুনরুজ্জীবিত করতে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছিল। যা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছিল।

***

 

CG/SB



(Release ID: 1677851) Visitor Counter : 166