প্রতিরক্ষামন্ত্রক

বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত কোভিড নাইন্টিন জনিত অতিমারির পরবর্তী পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সেনাবাহিনীর উপপ্রধানের সম্ভাষণ

Posted On: 02 DEC 2020 6:26PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২ ডিসেম্বর, ২০২০

 

সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এসকে সাইনি আজ ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কোর্স আয়োজিত করোনা পরবর্তী সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে ভাষণ দেন। তার কর্মজীবনের শুরুতে ২০১১ সালে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিনি যোগ দিয়েছিলেন। তিনি তাঁর ভাষণে সারা বিশ্বজুড়ে করোনা অতিমারির পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনীতে তার প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সারা বিশ্বেই স্বাস্থ্য ব্যবস্থার উপর অর্থ নিমজ্জিত করেছে।

তিনি বলেন, সামরিক বাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল যোগাযোগের বিকাশই করোনা পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম।

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।

***

 

CG/SB



(Release ID: 1677850) Visitor Counter : 165