স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

স্বাস্থ্য মন্ত্রকের ই-সঞ্জিবনী টেলিমেডিসিন পরিষেবায় ৯ লক্ষ পরামর্শ

Posted On: 02 DEC 2020 3:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২০
 
এক অভাবনীয় সাফল্য হিসাবে স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় টেলিমেডিসিন পরিষেবা ই-সঞ্জিবনী ব্যবস্থার মাধ্যমে আজ পর্যন্ত ৯ লক্ষ পরামর্শ দেওয়া হয়েছে। ই-সঞ্জিবনী ব্যবস্থার মাধ্যমে সর্বাধিক পরিষেবা গ্রহণকারী ১০টি রাজ্যের মধ্যে রয়েছে – তামিলনাডু, উত্তর প্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখন্ড, কর্ণাটক এবং মহারাষ্ট্র।
 
ইন্টারনেটের মাধ্যমে রোগীদের চিকিৎসা ও পরামর্শ দানের ক্ষেত্রে টেলিমেডিসিন একটি নতুন পন্থা। ই-সঞ্জিবনী ব্যবস্থার মাধ্যমে রোগীর সঙ্গে চিকিৎসকের ভার্চ্যুয়াল মতবিনিময় হয়ে থাকে। ভৌগোলিক দিক থেকে প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলির রোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকদের মতবিনিময় বর্তমান সময়ের প্রেক্ষিতে অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে। রোগীর সঙ্গে চিকিৎসকের পরামর্শ শেষে ই-সঞ্জিবনী ব্যবস্থা ইলেক্ট্রনিক পদ্ধতিতে একটি প্রেসক্রিপশন তৈরি হয়ে যায়, যেখানে সাধারণ প্রেসক্রিপশনের মতোই ওষুধ সেবনের ব্যাপারে পরামর্শ উল্লেখ থাকে। কোভিড-১৯ মহামারীর সময় প্রত্যন্ত অঞ্চলে বহির্বিভাগের রোগীদের চিকিৎসা পরামর্শ পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রক ই-সঞ্জিবনী ব্যবস্থার সূচনা করে। এখনও পর্যন্ত ২৮টি রাজ্যে এই পরিষেবা কার্যকর হয়েছে।
 
ই-সঞ্জিবনী ব্যবস্থার ওপিডি বিভাগের সাহায্যে দেশে লকডাউনের সময় থেকে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়ে আসছে। এখনও পর্যন্ত ওপিডি পরিষেবায় ৭ লক্ষ ১৬ হাজার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইনে ২৪০টিরও বেশি ওপিডি কর্মসূচি আয়োজিত হয়েছে, যেখানে রোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে তাঁর শারীরিক সমস্যাগুলি মতবিনিময় করেছেন।
 
অবশ্য, ই-সঞ্জিবনী ব্যবস্থায় আয়ুষ্মান ভারত – রোগী কল্যাণ কেন্দ্রগুলির মাধ্যমে ১ লক্ষ ৮৩ হাজারেরও বেশি পরামর্শ দেওয়া হয়েছে। ই-সঞ্জিবনী এবং ওপিডি – দুই পরিষেবার মাধ্যমে ৯ লক্ষেরও বেশি চিকিৎসা পরামর্শ রোগীদের দেওয়া হচ্ছে। মোহালিতে ই-সঞ্জিবনী টিম রাজ্যগুলির চাহিদা মেটাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করে চলেছে। এমনকি, ই-সঞ্জিবনী পরিষেবার সুবিধা সমাজের দুর্বল শ্রেণীর মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে মন্ত্রক রাজ্যগুলির সঙ্গে প্রয়োজনীয় রণকৌশল প্রণয়নে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। তামিলনাডু, উত্তর প্রদেশ ও গুজরাটের মতো কয়েকটি রাজ্যে তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা নেই এমন ব্যক্তি সহ দরিদ্র রোগীদের সুবিধার্থে ই-সঞ্জিবনী পরিষেবা পৌঁছে দিতে একাধিক বিকল্প পন্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, যাতে ইন্টারনেটের সুবিধা ছাড়াই এই পরিষেবা অবিলম্বে পৌঁছে দেওয়া যায়।
 
***
 
 
CG/BD/SB

(Release ID: 1677738) Visitor Counter : 231