কেন্দ্রীয়মন্ত্রিসভা

জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো তহবিলে ৬ হাজার কোটি টাকা যোগানের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 25 NOV 2020 3:30PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২৫ নভেম্বর, ২০২০

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো তহবিলে ৬ হাজার কোটি টাকা যোগানের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

এর পাশাপাশি জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়ন তহবিল এন আই আই এফ ইকুইটির মাধ্যমে ৬ হাজার কোটি টাকা সংগ্রহ করবে। এছাড়া বাজারে বন্ড ছেড়ে এক লক্ষ কোটি টাকা আনা হবে। সর্বমোট ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার তহবিল গড়ে তোলা হবে। যা আগামী পাঁচ বছর বিভিন্ন সেক্টরে পরিকাঠামোগত উন্নয়নে কাজে লাগানো হবে।

***

 

CG/SB



(Release ID: 1675832) Visitor Counter : 214