আয়ুষ

ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল (স্নাতকোত্তর আয়ুর্বেদ শিক্ষা) সংশোধনী আইন ২০২০

प्रविष्टि तिथि: 22 NOV 2020 3:56PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২২ নভেম্বর, ২০২০

 

সেন্ট্রাল কাউন্সিল ফর ইন্ডিয়ান মেডিসিন, সিসিআইএম, একটি বিধিবদ্ধ সংস্থা যা আয়ুর্বেদ, সিদ্ধা, সোয়া- রিগপা এবং ইউনানী মেডিসিনের ভারতীয় চিকিৎসা ব্যবস্থার নিয়ন্ত্রক,  স্নাতকোত্তর আয়ুর্বেদ শিক্ষাসংক্রান্ত আইনের কিছু ধারার সংশোধন ও সমতা আনার জন্য গত ২০ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে।

সম্প্রতি আয়ুশ মন্ত্রকের নজরে এসেছে যে, তাদের জারি করা এই বিজ্ঞপ্তির ভুল ব্যাখ্যা করে কয়েকটি মিডিয়ায় তা প্রকাশিত হয়েছে। যে কারণে আয়ুশ মন্ত্রক যে সমস্ত প্রশ্নের ভুল  ব্যাখ্যা করা হয়েছে তা স্পষ্টভাবে তুলে ধরতে চেয়েছে। 

***

 

CG/SB


(रिलीज़ आईडी: 1675025) आगंतुक पटल : 313
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Tamil , Telugu