প্রধানমন্ত্রীরদপ্তর

ছঠ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 20 NOV 2020 5:06PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২০শে নভেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছঠ পার্বণ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ছঠি মাইয়া সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি এবং সূর্যদেবের প্রাণশক্তি সঞ্চারিত করুন।“
 

***

 

CG/CB


(Release ID: 1674561) Visitor Counter : 113