রাষ্ট্রপতিরসচিবালয়
ছট পুজোর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির
Posted On:
19 NOV 2020 5:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২০
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ছট পুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “ছট পুজোর পবিত্র উৎসব উপলক্ষে আমি ভারত এবং বিদেশে বসবাসকারী সকল ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
ছট পুজো হল সূর্য দেবতার উপাসনার এক পদ্ধতি। নদী, পুকুর এবং অন্যান্য জলাশয়ে এই উপাসনার মাধ্যমে প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর এক চিরাচরিত ঐতিহ্য রয়েছে।
ছট পুজোর এই পবিত্র অনুষ্ঠানে আসুন আমরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতন হয়ে উঠি এবং কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা মাথায় রেখে এই উৎসব উদযাপন করি। আশা করি, ‘ছট মাইয়া’ সকল দেশবাসীর সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করবেন।"
***
CG/SS/DM
(Release ID: 1674425)
Visitor Counter : 118