প্রধানমন্ত্রীরদপ্তর
জৈনাচার্য শ্রী বিজয় বল্লভ সুরিশ্বর জি মহারাজের ১৫১তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী ১৬ই নভেম্বর “স্ট্যাচু অফ পিস” –এর আবরণ উন্মোচন করবেন
Posted On:
14 NOV 2020 5:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ নভেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ই নভেম্বর বেলা ১২ টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জৈনাচার্য শ্রী বিজয় বল্লভ সুরিশ্বর জি মহারাজের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে “স্ট্যাচু অফ পিস” –এর আবরণ উন্মোচন করবেন।
শ্রী বিজয় বল্লভ সুরিশ্বর জি মহারাজ (১৮৭০ – ১৯৫৪) জৈন সন্ত হিসেবে এক অনাড়ম্বর জীবনযাপন করতেন। তিনি নিঃস্বার্থভাবে কাজ করতেন এবং ভগবান মহাবীরের বার্তা একনিষ্ঠভাবে প্রচার করতেন। সুরিশ্বর জি মহারাজ, জনকল্যাণমুখী কাজ, শিক্ষার প্রসার, সামাজিক বিভিন্ন সমস্যা দূরীকরণ, উৎসাহ ব্যঞ্জক সাহিত্য (কবিতা, প্রবন্ধ, ভক্তিমূলক শ্লোক ও স্তোত্র) রচনা করেছেন এবং স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে সমর্থন জুগিয়েছেন ও স্বদেশীদের সাহায্য করেছেন। তাঁর অনুপ্রেরণায় বিভিন্ন রাজ্যে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ ৫০টি শিক্ষামূলক কেন্দ্র পরিচালিত হচ্ছে। তাঁর সম্মানে যে মূর্তির আবরণ উন্মোচন করা হবে, সেটির নাম “স্ট্যাচু অফ পিস”। ১৫১ ইঞ্চি লম্বা এই মূর্তিটি অষ্টধাতুর তৈরি। যেখানে তামার ভাগ বেশি। রাজস্থানের পালির জেতপুরায় বিজয়বল্লভ সাধনা কেন্দ্রে এই মূর্তিটি বসানো হবে।
***
CG/CB/SFS
(Release ID: 1672950)
Visitor Counter : 131
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam