রাষ্ট্রপতিরসচিবালয়
দীপাবলি উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা
प्रविष्टि तिथि:
13 NOV 2020 6:11PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৩ নভেম্বর, ২০২০
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে এবং বিদেশে বসবাসরত ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, ‘দীপাবলির এই শুভক্ষণে আমি সমস্ত দেশবাসী ও বিদেশে বসবাসরত ভারতীয়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ এই উৎসবকে যেভাবে পালন করেন তার মধ্য দিয়ে দেশের একতা, সদ্ভাবনা ও ভাতৃত্ববোধ দৃঢ় হয়। এই উৎসব আমাদের মানব সেবায় নিয়োজিত হতে অনুপ্রেরণা দেয়।
আসুন আমরা সংকল্পবদ্ধ হই, যেমনভাবে একটি প্রদীপ অনেক প্রদীপকে জ্বালাতে সাহায্য করে, সেইভাবে আমরা সমাজের দরিদ্র, অসহায় ও যাঁদের সহায়তা প্রয়োজন, সমাজের সেই মানুষগুলির মধ্যে জীবনের আনন্দ আশা এবং সমৃদ্ধি ভাগ করে নিই। দীপাবলি হল পরিচ্ছন্নতার উৎসব, তাই আমরা দূষণমুক্ত, পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন দীপাবলি উদযাপনের মধ্য দিয়ে প্রকৃতিকে সম্মান জানাবো।
প্রার্থনা করি আনন্দের এই মহোৎসবে দেশের প্রতিটি ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি সঞ্চারিত হোক।’
***
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1672741)
आगंतुक पटल : 217