কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

সরকার পেনশন-প্রাপকদের আত্মনির্ভর করে তুলতে সাহায্য করছে : ডঃ জিতেন্দ্র সিং

Posted On: 10 NOV 2020 5:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ নভেম্বর,  ২০২০

কেন্দ্রীয় কর্মচারী, গণঅভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে পেনশন ও পেনশন-প্রাপক কল্যাণ দপ্তর ডিজিটাল পদ্ধতিতে জীবন শংসাপত্র সংগ্রহ ও জমা করার সুবিধা প্রদান করে পেনশন-প্রাপকদের আত্মনির্ভর করে তোলার চেষ্টা করছে। আগে কোভিড-১৯ মহামারীর দরুণ পেনশন-প্রাপকদের জীবন শংসাপত্র জমা করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই প্রেক্ষিতে সরকার পেনশন-প্রাপকদের সুবিধার্থে জীবন শংসাপত্র জমা করার সময়সীমা পয়লা নভেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত করেছে।

কোভিড মহামারী সময়কালে আত্মচিন্তন ও ধ্যানের শক্তি শীর্ষক ব্রহ্মকুমারী সিস্টার শিবানী আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে ডঃ জিতেন্দ্র সিং আরও বলেন, কোভিড মহামারীর প্রেক্ষিতে প্রবীণ নাগরিক হিসাবে পেনশন-প্রাপকরাই সবচেয়ে বেশি অসুরক্ষিত। তাই, এদের জন্য সাহায্য ও করুণার প্রয়োজন, যাতে তাঁদের মানসিক চাপ দূর করে শারীরিক দিক থেকেও সুস্থ সবল রাখা যায়।

ব্রহ্মকুমারী সিস্টার শিবানীর অভিনব প্রয়াসের প্রশংসা করে ডঃ সিং আরও বলেন, সমাজকে দেওয়ার মতো অনেক কিছুই প্রবীণ নাগরিকদের কাছে রয়েছে। তাই, তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ও জ্ঞান সমাজে পরিবর্তন নিয়ে আসতে পারে। এজন্যই তাঁদেরকে শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ-সবল রাখা আমাদের কর্তব্য। 

এই মতবিনিময় অনুষ্ঠানে পেনশন ও পেনশন-প্রাপক কল্যাণ দপ্তরের সচিব ডঃ ক্ষেত্রপতি শিবাজী, বিভাগীয় যুগ্মসচিব শ্রী সঞ্জীব নারায়ণ মাথুর সহ মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকরা অনলাইনে যোগ দেন।

করোনা মহামারীর সময় মানসিক সুস্বাস্থ্যের বিষয়ে প্রবীণ নাগরিকদের সচেতন করে তোলার লক্ষ্যে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

***

 

CG/BD/SB



(Release ID: 1671824) Visitor Counter : 184