রেলমন্ত্রক

ভারতীয় রেল তার স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএমআইএস) রূপায়ণে রেলটেল সংস্থাকে যুক্ত করেছে

Posted On: 10 NOV 2020 4:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ নভেম্বর,  ২০২০

ভারতীয় রেল তার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ভুয়ো রোগীর চিকিৎসা এড়াতে এবং সমগ্র চিকিৎসা পরিষেবা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একক কৌশলগত কাঠামো হিসাবে হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এইচএমআইএস রূপায়ণের জন্য রেলটেল সংস্থাকে দায়িত্ব দিয়েছে। এইচএমআইএস হ’ল এমন এক সুসংবদ্ধ চিকিৎসা সংক্রান্ত তথ্য বিনিময় ব্যবস্থা, যার সাহায্যে রেলেরর অধীন ১২৫টি স্বাস্থ্য কেন্দ্র এবং ৬৫০টি রোগ-নির্ণয় কেন্দ্রে প্রশাসনিক ব্যবস্থা তথা রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।

রেলের হাসপাতাল এবং রোগ-নির্ণয় কেন্দ্রগুলিতে এই আধুনিক ব্যবস্থা রূপায়ণের জন্য রেলটেল এবং রেল মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত সফটওয়্যারটি একটি কেন্দ্রীয় পরিচালনা ব্যবস্থার মাধ্যমে কার্যকর করা হবে। 

এই উপলক্ষে ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান শ্রী ভি কে যাদব বলেন, রেল সব ক্ষেত্রেই ডিজিটাইজেশনের মধ্যে অগ্রসর হচ্ছে এবং সবক্ষেত্রেই পরিবর্তন নিয়ে আসার কাজ চলছে। তিনি জানান, হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্ল্যাটফর্মটির সঙ্গে এক অভিনব চিকিৎসা সংক্রান্ত পরিচিতি যাচাই ব্যবস্থার যোগসূত্র গড়ে তোলা হবে, যাতে সহজে রেলের হাসপাতাল বা রোগ-নির্ণয় কেন্দ্রগুলিতে বৈধ রোগীদের চিহ্নিতকরণের কাজ সহজ হবে।

উল্লেখ করা যেতে পারে, রেলটেল সংস্থাটি বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত পরিষেবা ও পরামর্শ প্রদান করে থাকে। এই সংস্থার ডেটা সেন্টার পরিষেবার মাধ্যমে হার্ডওয়্যার, সফটওয়্যার ও ডিজিটাল পরিষেবা প্রদানের পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকে। 

***

 

CG/BD/SB



(Release ID: 1671823) Visitor Counter : 211