মানবসম্পদবিকাশমন্ত্রক

আইআইটি বম্বে আয়োজিত জাতীয় শিক্ষা দিবসের অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Posted On: 10 NOV 2020 4:35PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১০ নভেম্বর, ২০২০

    কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজ মুখ্য অতিথি হিসেবে জাতীয় শিক্ষা দিবসের ভার্চুয়াল উদ্বোধন করেছেন। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম বার্ষিকী স্মরণে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ বম্বে এই অনুষ্ঠানের আয়োজন করে। ১১ই নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদের জন্ম বার্ষিকী জাতীয় শিক্ষা দিবস হিসেবে উদযাপিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন শিক্ষানীতির খসড়া কমিটির চেয়ারম্যান তথা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে কস্তুরীরঙ্গণ।

    জাতীয় শিক্ষা দিবসের অনুষ্ঠানের সূচনা করে শ্রী পোখরিয়াল শিক্ষার্থীদের  ভারতেই পড়াশোনা এবং এদেশেই থাকার আহ্বান জানান । শিক্ষার আর্ন্তজাতিকীকরণের মাধ্যমে সরকার ভারতকে শিক্ষার বিশ্ব হাব হিসেবে প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে উচ্চমানের শিক্ষা ব্যবস্থা  সুনিশ্চিত করতে বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালগুলির সঙ্গে সহযোগিতা, সমন্বয় ও চুক্তির বিষয় নিয়ে আলোচনা চলছে  । জাতীয়  শিক্ষানীতি ২০২০তে দেশে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস প্রতিস্থাপনের আহ্বান জানানো হয়েছে। 

    শ্রী পোখরিয়াল আইআইটি বম্বেকে এক বিশ্বমানের কারিগরি  শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন যে, শিক্ষা ক্ষেত্রে উদ্ভাবনী বিষয়কে গুরুত্ব দিতে আমূল পরিবর্তনা নিয়ে আসা  হয়েছে এবং সমাজ ও শিল্পসংস্থার জন্য নতুন জ্ঞান সৃষ্টির সুযোগ তৈরি করা হয়েছে। জাতীয়  শিক্ষানীতি ২০২০ কার্যকরের মাধ্যমে দেশের শিক্ষাক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা হবে বলেও তিনি উল্লেখ করেন। ভারতে গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে  যারা কাজ করে চলেছেন সেই সকল পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানান মন্ত্রী। শিক্ষার্থীদের দেশবাসীর সুবিধার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহারে আহ্বান জানান তিনি।

    আইআইটি বম্বের অধিকর্তা অধ্যাপক শুভাশিস চৌধুরী জানান শিক্ষা মন্ত্রকের তৈরি জাতীয় শিক্ষা নীতি ২০২০তে দেশের সকল শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা গ্রহণের যথাযথ ব্যবস্থা রয়েছে। আইআইটি বম্বে এই শিক্ষা নীতিকে কার্যকর করে তুলতে এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় শিক্ষা দিবস উদযাপনের সঙ্গে সঙ্গে সকলের জন্য গুণমান সম্মত শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধির বিষয় সুনিশ্চিত করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন ।

    অনুষ্ঠানে মুখ্য অতিথি ডঃ কে কস্তুরীরঙ্গন জানান জাতীয় শিক্ষা নীতি ২০২০তে সহজেই শিক্ষা গ্রহণের সুসংহত রূপ তুলে ধরা হয়েছে। আলোচনার পাশাপাশি এদিন জাতীয় শিক্ষা নীতি ২০২০র ওপর একটি কর্মশালারও সূচনা করা হয়।এদিন আইআইটি বম্বের অধিকর্তা অধ্যাপক শুভাশিস চৌধুরী ‘আইআইটি বম্বে রিসার্চ এক্সেলেন্স অ্যায়ার্ডস ২০১৯’এর পুরস্কার প্রাপকের নাম  ঘোষণা  করেন।

 রিসার্চ পাবলিকেশন অ্যায়ার্ডস ক্ষেত্রে ৫ জন অধ্যাপক,রিসার্চ ডেসিমিনেশ অ্যায়ার্ডস ক্ষেত্রে ৩ জন অধ্যাপক এবং আর্লি রিসার্চ অ্যাচিভার অ্যায়ার্ডস ক্ষেত্রে ৩ জন অধ্যাপক বিভিন্ন বিভাগ থেকে এই পুরস্কার পেয়েছেন। 

***

 

CG/SS /NS


(Release ID: 1671771) Visitor Counter : 246