নির্বাচনকমিশন

বিহার বিধানসভার সাধারণ নির্বাচন ও বিভিন্ন রাজ্যের উপ-নির্বাচনের ১০ই নভেম্বর ভোটের ফল প্রকাশের বিষয়ে তথ্য সরবরাহ

Posted On: 09 NOV 2020 6:10PM by PIB Kolkata

নয়াদিল্লী, নভেম্বর, ২০২০

 

বিহার বিধানসভা এবং বিভিন্ন রাজ্যের উপ-নির্বাচনের ভোট গণনা ১০ই নভেম্বর বেলা ৮টা থেকে শুরু হবে।

        নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোট গণনার সর্বশেষ গতি প্রকৃতি জানা যাবে। এই ওয়েবসাইটটি হল https://results.eci.gov.in/। এছাড়াও ‘ভোটার হেল্পলাইন’ মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে। গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

        গণনা কেন্দ্রের রির্টানিং অফিসাররা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে নিয়মিত তথ্য সরবরাহ করবেন। নির্বাচন কমিশন সেই তথ্যই প্রচার করবে।

***

 

CG/CB/NS


(Release ID: 1671634) Visitor Counter : 128