প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ৯ই নভেম্বর বারাণসিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শীলান্যাস করবেন
Posted On:
07 NOV 2020 6:46PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ই নভেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৯ই নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে বারাণসিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শীলান্যাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে করবেন । এই প্রকল্পগুলির জন্য ব্যয় হবে ৬১৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী এই সব প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে অনুষ্ঠানে মত বিনিময় করবেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
যে প্রকল্পগুলি উদ্বোধন করা হবে সেগুলি হলো :- সারনাথে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী, রামনগরে লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালের মানোন্নয়ন, পয়ঃনিষ্কাসন প্রকল্প, গো-রক্ষার জন্য কিছু পরিকাঠামোর উন্নয়ন, বহুমুখী বীজ সংগ্রহশালা, ১০০ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন কৃষিপণ্যের গুদাম, আইপিডিএস-এর দ্বিতীয় পর্যায়, সম্পূর্ণানন্দ স্টেডিয়ামের খেলোয়াড়দের জন্য আবাসন, বারাণসি শহরের আলোর ব্যবস্থা ও ১০৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ১০২টি গো আশ্রয় কেন্দ্র।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এগুলি হল :- দশাশ্বমেধ ঘাট ও খিরকিয়া ঘাটের সংস্কার, পিএসি পুলিশ বাহিনীর ব্যারাকের সংস্কার, কাশির কয়েকটির ওয়ার্ডের কিছু উন্নয়নমূলক প্রকল্প, বানিয়াবাগ উদ্যানের সংস্কার, গিরিজা দেবী সাংস্কৃতিক শঙ্কুলের বহুমুখী হলের মানোন্নয়ন, শহরের কিছু রাস্তার মেরামতি ও পর্যটন কেন্দ্রের উন্নয়ন।
***
CG/CB/SKD
(Release ID: 1671078)
Visitor Counter : 137
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam