ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

এমএসএমই/উদ্যম-এ নথিভুক্তিকরণের নতুন অনলাইন ব্যবস্থাপনা সময় ও প্রযুক্তির পরীক্ষার জন্য প্রস্তুত

Posted On: 07 NOV 2020 10:30AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৭ নভেম্বর, ২০২০

 

 

    কেন্দ্রীয় অতিক্ষুদ্র ক্ষু্দ্র মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী চলতি বছরের পয়লা জুলাই অতিক্ষুদ্র ক্ষু্দ্র মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলির এমএসএমই/উদ্যম-এ নাম নথিভুক্তিকরণের জন্য নতুন অনলাইন ব্যবস্থাপনার সূচনা করেছিলেন। এ পর্যন্ত এই ব্যবস্থাপনায় ১১ লক্ষেরও বেশি এমএসএমই সংস্থা সফলভাবে নিজেদের নাম নথিভুক্ত করেছে।

     এমএসএমই মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের পয়লা জুলাই এই প্রক্রিয়ায় নাম নথিভুক্তিকরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় এবং এমএসএমই সংস্থার সজ্ঞায় সংশোধন আনা হয়। একইসঙ্গে ওইদিন এমএসএমই/উদ্যোম নথিভুক্তিকরণ নামে একটি নতুন পোর্টালেরও সূচনা করা হয়। এরপর থেকে এই পোর্টালটি সুচারুভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এখন এমএসএমই পোর্টালে নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণভাবে কাগজ বিহীন হয়েছে।

    মন্ত্রক উদ্যম পোর্টালে উদ্যোক্তাদের নাম নথিভুক্তিকরণের জন্য এমএসএমই- উন্নয়ন প্রতিষ্ঠান, এমএসএমই প্রযুক্তিকেন্দ্র, এনএসআইসি, কেভিআইসি-কে পূর্ণ সহযোগিতা দেওয়ার  নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এমএসএমই সংস্থার নাম নথিভুক্তিকরণে সাহায্যের জন্য সমস্ত জেলার জেলাশাসক এবং জেলা শিল্পকেন্দ্রগুলিকে বিশেষ  অনুরোধ জানানো  হয়েছে। দেশজুড়ে ৬৮টি রাজ্য ভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

   চলতি বছরের ৩১শে অক্টোবর পর্যন্ত এই পোর্টালে ১১ লক্ষেরও বেশি এমএসএমই সংস্থা নাম নথিভুক্ত করেছে। এরমধ্যে ৩.৭২ লক্ষ সংস্থা উৎপাদন ক্ষেত্র এবং ৬.৩১ লক্ষ সংস্থা পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত। নাম নথিভুক্তকারী সংস্থার মধ্যে ৯৩.১৭ শতাংশ অতিক্ষুদ্র সংস্থা, ৫.৬২ শতাংশ ক্ষুদ্র সংস্থা এবং ১.২১ শতাংশ মাঝারি শিল্পসংস্থা রয়েছে। নথিভুক্তকারী সংস্থাগুলির মধ্যে ৭.৯৮ লক্ষ সংস্থা পুরুষ পরিচালিত এবং ১.৭৩ লক্ষ সংস্থা মহিলা পরিচালিত। এরমধ্যে ১১ হাজার ১৮৮টি সংস্থা দিব্যাঙ্গজন পরিচালিত।খাদ্য সামগ্রী, বস্ত্র, ফ্যাব্রিকেটেড মেটাল প্রোডাক্ট এবং যন্ত্র ও সরঞ্জাম সামগ্রী উৎপাদন সংস্থা সব থেকে বেশি নাম নথিভুক্ত করেছে । এই সংস্থাগুলির মাধ্যমে এ পর্যন্ত ১,০১,০৩,৫১২ জনের কর্মসংস্থান হয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং গুজরাট এই ৫টি রাজ্য থেকেই সবথেকে বেশি সংস্থা উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করেছে। 

 

 

CG/SS /NS



(Release ID: 1670921) Visitor Counter : 227