জলশক্তি মন্ত্রক

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী জল জীবন মিশনের কাজের পর্যালোচনা করেছেন; কোভিড-১৯ মহামারীর সময়েও গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজকে উদাহরণযোগ্য বলে তিনি প্রশংসা করেছেন

Posted On: 03 NOV 2020 5:09PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩ নভেম্বর, ২০২০

 

 

        কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ ভার্চুয়ালি সমস্ত ও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামাঞ্চলে জল সরবরাহ দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রের ২০২৪ সালের মধ্যে গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়িতে নলের মাধ্যমে জল সংযোগ পৌঁছে দেওয়ার ফ্ল্যাগশিপ কর্মসূচি জল জীবন মিশনের কাজের অগ্রগতি বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। হরিয়ানা ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী, জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। সম্মেলনে পরিকল্পনা, পরিকল্পনার বাস্তবায়ন এবং এ পর্যন্ত কতটা কাজ হয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হয়।

        বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী কোভিড-১৯এর ফলে লকডাউনের মধ্যেও গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য নলবাহিত জল সংযোগের কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা করেন ‘হর ঘর জল’ প্রকল্পটি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য কিভাবে আরও দ্রুত কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় জল জীবন মিশন প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কাজের খতিয়ান তুলে ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে সকলকে কাজ শেষ করার আহ্বান জানিয়েছে। বৈঠকে নলেজ রিসোর্স সেন্টারের নীতি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর সাহায্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া যাবে।  

        এই সম্মেলনের পর সাংবাদিকদের শ্রী শেখাওয়াত জানিয়েছেন, গ্রামাঞ্চলে জনসাধারণের জীবনযাত্রা সহজ করা এবং জীবনের মানোন্নয়ন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেছেন। এর মাধ্যমে বিশেষ করে মহিলারা উপকৃত হবেন। কারণ তারা বাড়ির জন্য বহু দূর থেকে জল নিয়ে আসেন। এই প্রকল্পে দক্ষ কর্মশক্তি౼ কলের মিস্ত্রি, রাজ মিস্ত্রি, বৈদ্যুতিক মিস্ত্রি, পাম্প অপারেটর ইত্যাদিদের যুক্ত করা হবে, যাতে গ্রামাঞ্চলে তাঁদের  এই প্রকল্পে কাজে লাগানো যায়।   

        প্রধানমন্ত্রী দোশরা অক্টোবর ১০০ দিনের মধ্যে বিদ্যালয়, অঙ্গনওয়াড়ী কেন্দ্র এবং উপজাতি অঞ্চলের আবাসিক বিদ্যালয় বা আশ্রমশালায় জলের সংযোগ পৌঁছে দেওয়ার জন্য  আহ্বান জানিয়েছেন,  এর মাধ্যমে শিশুরা নিরাপদ পানীয়  জল পাবে, এর ফলে তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং তাদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত হবে। কোভিড-১৯ মহামারীর থেকে রক্ষা পাওয়ার একটি অন্যতম পন্থা হল নিয়মিত হাত ধোয়া। এরজন্য সুরক্ষিত জল সরবরাহের প্রয়োজন। এই সম্মেলনে ‘হর ঘর জল’ নিশ্চিত করার জন্য গ্রামাঞ্চলে জল জীবন মিশনের বাস্তবায়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।  

        এ বছর গোয়ায় ১০০ শতাংশ বাড়িতে জলের সংযোগ পৌঁছে গেছে। আগামী বছর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, পুদুচেরী ও তেলেঙ্গানায় এই লক্ষ্যে পৌঁছানো যাবে। হরিয়ানা, জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, লাদাখ, গুজরাট, মেঘালয়, পাঞ্জাব, সিকিম, উত্তরাখন্ড ও উত্তরপ্রদেশে ২০২২ সালে, অরুণাচলপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তামিলনাড়ু ও ত্রিপুরায় ২০২৩ সালে এবং পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানে ২০২৪ সালের মধ্যে সকলের বাড়িতে পাইপের মাধ্যমে জল পৌঁছ দেওয়া হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন-

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/102.pdf

 

 

CG/CB/NS



(Release ID: 1669893) Visitor Counter : 140