স্বরাষ্ট্র মন্ত্রক

জাতীয় রাজধানী অঞ্চলের কোভিড-১৯-এর পরিস্থিতির পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

Posted On: 02 NOV 2020 4:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ নভেম্বর, ২০২০

 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী অজয় ভাল্লা দিল্লির কোভিড পরিস্থিতির পর্যালোচনা করেছেন। এই বৈঠকে নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে পাল, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সচিব ছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলের উচ্চপদস্থ আধিকারিকরা যোগ দিয়েছিলেন।

 

দিল্লিতে তৃতীয়বার কোভিড সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় নমুনা পরীক্ষা, সংক্রমিতদের সংস্পর্শে আসা ও চিকিৎসার ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, হাসপাতালগুলিতে শয্যার যথেষ্ট ব্যবস্থা রয়েছে। মোট ১৫,৭৮৯টি নির্ধারিত শয্যার মধ্যে ৫৭ শতাংশই এই মুহূর্তে ফাঁকা রয়েছে।

 

বৈঠকে উৎসবের মরশুম ও তাপমাত্রা হ্রাস পাওয়ায় বায়ু দূষণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায়  সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরটি-পিসিআর-এর মাধ্যমে নমুনা পরীক্ষা করা ছাড়াও চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপনার দিকে নিয়মিত নজর রাখতে হবে যাতে হাসপাতালে বেড, ভেন্টিলেটর সহ অন্যান্য সব ব্যবস্থা মজুত থাকে। এই বৈঠকে মেট্রো রেলে যাওয়ার সময় সাধারণ পরিচালন পদ্ধতি যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জাতীয় রাজধানী অঞ্চলের আধিকারিকদের উদ্যোগের প্রশংসা করে জানিয়েছেন, কোভিড-১৯-এর সংক্রমণ আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিভিন্ন পদ্ধতিতে কোভিডের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। শ্রী ভাল্লা আরও জানিয়েছেন, আগামীদিনেও জাতীয় রাজধানী অঞ্চলের বিভিন্ন জেলাগুলির পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে।

 

 

CG/CB/DM



(Release ID: 1669626) Visitor Counter : 176