রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
Posted On:
29 OCT 2020 4:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২০
রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ মিলাদ-উন-নবি উৎসবের প্রাক্কালে এক বার্তায় বলেছেন, “আমি সমস্ত দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনেদের ধর্মগুরু মহম্মদের জন্মতিথি ঈদ-এ-মিলাদ বা মিলাদ-উন-নবি উপলক্ষে ঊষ্ণ শুভেচ্ছা জানাই।
ধর্মগুরু মহম্মদ ভালোবাসা ও সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছিলেন এবং সমগ্র বিশ্বকে মানবতার পথ দেখিয়েছিলেন। সমতা ও সম্প্রীতির ভিত্তিতে তিনি সমাজ গড়তে চেয়েছিলেন।
পবিত্র কোরানে ধর্মগুরু মহম্মদ তাঁর বাণীতে বলেছেন, আসুন আমরা সকলেই সমাজের কল্যাণে তথা দেশে শান্ত ও সম্প্রীতির লক্ষ্যে একজোট হয়ে কাজ করি”।
CG/BD/SB
(Release ID: 1668614)
Visitor Counter : 163