জলশক্তি মন্ত্রক

মণিপুরে ইন্দো-মায়ানমার সীমান্তে জল জীবন মিশনের আওতাধীন জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন

प्रविष्टि तिथि: 25 OCT 2020 2:58PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৫ অক্টোবর, ২০২০

 

মণিপুরের মুখ্যমন্ত্রী শ্রী এন বীরেন সিং জল জীবন মিশনের আওতায় দুটি গ্রামের জন্য দুটি জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেছেন।  ইন্দো মায়ানমার সীমান্তের প্রত্যন্ত দুটি গ্রামে  একসময় নানান সমস্যা ছিল।কিন্তু এখন জল জীবন মিশনের অধীনে নিয়মিত জল সরবরাহ পৌঁছে দেওয়া যাচ্ছে। খংবাড়ল  গ্রামটি ইন্দো মায়ানমার সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার  দূরে অবস্থিত।  এই গ্রামে ৮২ টি পরিবার রয়েছে।  ২০৪১ সাল পর্যন্ত প্রায় এক হাজারের জনসংখ্যা বসবাস করতে পারে সে  কথা মাথায় রেখে জল সরবরাহ ব্যবস্থাটি তৈরি করা হয়েছে।এখানে  সব ঘরেই নল বাহিত জল সংযোগ প্রদান করা হয়েছে।  খেনগজয়  গ্রামটি ভারত-মায়ানমার সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত । এখানে ৭৩টি পরিবারের বাস।সকল পরিবারের কাছে জল সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ওই দুই গ্রামে দীর্ঘ দিনের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান।

 

বর্ষার মরশুমে ওই এলাকায় জল সংযোগ প্রদান করা অত্যন্ত কঠিন কাজ ছিল।কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করে এবং কোভিড-১৯ মহামারী থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট   বিভাগের আধিকারিকরা এই প্রত্যন্ত গ্রামগুলির প্রতিটি ঘরে নল বাহিত  জল পৌঁছে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন।

 

এ দিন জল জীবন মিশনের আওতায় দুটি গ্রামের জন্য দুটি জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি এই প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করা হয়।  মণিপুরে প্রায় সাড়ে ৪ লাখ পরিবার রয়েছে, তবে কেবল ৩০,৩৭৯ টি পরিবারেই নল বাহিত জল  সংযোগ রয়েছে।  ২০২০-২১ এর মধ্যে, ২ লক্ষ পরিবারের কাছে জল সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।  রাজ্যে জল জীবন মিশনের আওতায় ২০২৩ সালের মধ্যে ১০০% গৃহস্থালিতে নল বাহিত জল সংযোগ প্রদান করার লক্ষ্য নেওয়া হয়েছে।এ কারণে  ২০২০-২১ অর্থ বর্ষে ১৩১.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

 

 CG/SS


(रिलीज़ आईडी: 1667521) आगंतुक पटल : 260
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Tamil , Telugu