কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

২০২০'র সিভিল সার্ভিসেস (প্রাথমিক) পরীক্ষার ফলপ্রকাশ

Posted On: 23 OCT 2020 8:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২০
 
 
 
চলতি বছরের ৪ অক্টোবর আয়োজিত সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষার জন্য  স্ক্রিনিং টেস্ট নেওয়া হয়।উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। 
 
এবার উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের   পরীক্ষার নিয়ম অনুসারে,ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট https://upsconline.nic.in/ তে ভারতীয় বন সেবা মূল পরীক্ষায় বসার জন্য বিস্তারিত তথ্য জানিয়ে ফরম -১ (ডিএএফ-আই) আবেদন পত্র পূরণ করতে হবে।  সমস্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে নির্ধারিত মোড অর্থাৎ অনলাইন অনুযায়ী এই  আবেদন পত্র পূরণ করতে হবে।আগামী বছর ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে ৭ মার্চ রবিবার পর্যন্ত অনলাইনে এই পরীক্ষা নেওয়া হবে।ফরম -১ (ডিএএফ-আই) আবেদন পত্র পূরণ করা যাবে ১৬ নভেম্বর সোমবার থেকে ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত। যোগ্য প্রার্থীদের গত ১২ ফেব্রুয়ারি পরিবেশ বন  ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 
যোগ্য প্রার্থীদের পরীক্ষার দিন, সময় সহ ই-অ্যাডমিট  কার্ড পরীক্ষা শুরুর ৩-৪ সপ্তাহ আগে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে।যোগ্য প্রার্থীরা  ডিএএফ -১ জমা দেওয়ার সময়  ডাক যোগাযোগের ঠিকানা বা ই-মেইল আইডি  বা মোবাইল নম্বরে পরিবর্তন হয়ে থাকলে কমিশনে জানানো যেতে পারেন।
 
 এই স্ক্রিনিং টেস্টর উওর পত্র https://upsconline.nic.inHYPERLINK "http://www.upsc.gov.in/" আপলোড করা হবে।
  
  ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রাঙ্গণে  পরীক্ষা হল ভবনের কাছে বিভিন্ন সুবিধাসমূহের একটি কাউন্টার রয়েছে।  প্রার্থীরা উপরের বর্ণিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত কোনও তথ্য / স্পষ্ট ধারণা  পেতে পারেন যে কোন কার্য দিবসে সকাল ১০ টা থেকে বিকেল ৫টার মধ্যে। টেলিফোন নম্বরগুলি হল - 011-23385271, 011-23098543 অথবা  011-23381125 ।এছাড়া  https://upsconline.nic.in./ মাধ্যমে অনলাইনে বিভিন্ন তথ্য জানা যাবে। 
 
 
 
CG/SS


(Release ID: 1667327) Visitor Counter : 178