শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

৩৫ বছর পর আন্তর্জাতিক শ্রম সংগঠন পরিচালন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলো ভারত

Posted On: 23 OCT 2020 3:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ অক্টোবর,  ২০২০

 

 

ভারত, আন্তর্জাতিক শ্রম সংগঠন পরিচালন পর্ষদের চেয়ারম্যান পদের ৩৫ বছর পর দায়িত্ব পেল । ভারতের সঙ্গে এই সংস্থার সম্পর্ক ১০০ বছরের পুরনো। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রী অপূর্ব চন্দ্র  সংস্থার পরিচালন পর্ষদের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হয়েছেন। আগামী জুন মাস পর্যন্ত তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পদের দায়িত্ব পালন করবেন।  

আন্তর্জাতিক শ্রম সংগঠনের নীতি, কর্মসূচি ও বাজেট তৈরি এবং মহাসচিব নির্বাচন এই পরিচালন পর্ষদ মারফৎ হয়ে থাকে। শ্রী চন্দ্র   ১৮৭টি সদস্যের এই সংস্থার আগামী নভেম্বর মাসের বৈঠকে পৌরহিত্য করবেন । জেনেভায় বৈঠকের সময় কেন্দ্রের শ্রম বাজার সম্পর্কিত বিভিন্ন অচলায়তন দূর করার উদ্যোগ, সমস্ত কর্মচারীকে সামাজিক সুরক্ষার আওতায় আনার প্রয়াসের কথা সদস্য রাষ্ট্রগুলিকে জানানোর সুযোগ তৈরি হবে।  

শ্রী চন্দ্র ১৯৮৮ সালে মহারাষ্ট্র ক্যাডারের আইএএস অফিসার। তিনি মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। পয়লা অক্টোবর থেকে শ্রী চন্দ্র শ্রম ও কর্মসংস্থান সচিবের দায়িত্ব গ্রহণ করেন।

 

 

CG/CB/SB



(Release ID: 1667149) Visitor Counter : 220