সংস্কৃতিমন্ত্রক

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল ভার্চুয়াল মাধ্যমে "লাইফ ইন মিনিয়েচার" প্রকল্পের সূচনা করেছেন

Posted On: 22 OCT 2020 4:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ অক্টোবর, ২০২০

 

 

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত  প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল আজ ভার্চুয়াল মাধ্যমে নতুন দিল্লির জাতীয়  যাদুঘর , সংস্কৃতি মন্ত্রক এবং গুগল আর্টস অ্যান্ড কালচারের সহযোগিতায় আয়োজিত "লাইফ ইন মিনিয়েচার" প্রকল্পের সূচনা করেছেন ।

 

 প্রকল্পটির সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল ভারত’ উদ্যোগের গুরুত্ব এবং ভারতের ঐতিহ্য সংরক্ষণে প্রযুক্তির ভূমিকার উপর জোর দেন।  প্রযুক্তি ক্ষেত্রে  নেতৃত্ব প্রদান  এবং পণ্য উদ্ভাবনে বিশেষ  জোর  দেওয়ার জন্য গুগলের প্রশংসা করে তিনি বলেন, সামাজিক ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তি সম্পর্কে তাদের  প্রতিশ্রুতি রক্ষা  ভারতের কাছে  সত্যিকারের গর্বের বিষয়।

 

মন্ত্রী বলেন যে, আজ থেকে  নতুন দিল্লির জাতীয়  যাদুঘরের কয়েকশো ক্ষুদ্র চিত্রকর্ম গুগল আর্টস অ্যান্ড কালচারের "লাইফ ইন মিনিয়েচার" প্রকল্পের মাধ্যমে অনলাইনের সাহায্যে  বিশ্বের মানুষ দেখতে পাবেন।গুগল আর্টস অ্যান্ড কালচার অ্যাপটির মাধ্যমে  দর্শকরা ভারতীয় স্থাপত্যকলা ও চিত্র প্রদর্শনীশলার বিভিন্ন দিক  ভার্চুয়াল প্রদর্শন করতে পারবেন  এবং ক্ষুদ্রতর চিত্রের বিষয়  নির্বাচন করতে পারবেন।এখানে  প্রকৃতি, প্রেম, উদযাপন, বিশ্বাস এবং শক্তি- মানুষের সঙ্গে  সম্পর্কের এই পাঁচটি সার্বজনীন বিষয়ে শিল্পকর্মগুলি উপস্থাপিত হয়েছে।

 

এমনকি "লাইফ ইন মিনিয়েচার" এর সাহায্যে রামায়ণ, রাজ রাজার কাহিনীর ওপর আঁকা চিত্রগুলির মতো জাতীয় যাদুঘরের বিখ্যাত ক্ষুদ্র সংগ্রহগুলি,http://g.co/LifeInMiniature  এই লিঙ্কে ক্লিক করলে দেখতে পাওয়া যাবে ।

 

CG/SS



(Release ID: 1666875) Visitor Counter : 177