অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

উড়ান প্রকল্পকে সুস্থায়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পদক্ষেপ : প্রদীপ সিং খারোলা

Posted On: 21 OCT 2020 4:35PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২১ অক্টোবর, ২০২০
 
 
 
 
    কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিব শ্রী প্রদীপ সিং খারোলা জানিয়েছেন, উড়ান প্রকল্পকে সুস্থায়ী হিসেবে গড়ে তুলতে এবং দক্ষতা বৃদ্ধির জন্য সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। আজ উড়ান দিবস উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ নিয়ে  সাধারণ মানুষ, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বিমান পরিষেবা পৌঁছে দিতে এই প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি । শ্রী খারোলা এই প্রকল্পটিকে সফল করে তোলার জন্য এরসঙ্গে যুক্ত সমস্ত পক্ষ এবং উড়ান প্রকল্পের দলটিকে বিশেষ অভিনন্দন জানান। এক্ষেত্রে বিমান সংস্থাগুলিকে আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। শ্রী খারোলা বলেন, যাতে এই প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষ গ্রহণ করতে পারে তারজন্য বাণিজ্যিক বিমান পরিষেবা সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে। 
 
শ্রী খারোলা বলেন, এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হল এরসঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সমন্বিত প্রয়াস।  ভারতের বিমান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী অরবিন্দ সিং জানান, উড়ান প্রকল্পের প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণে ভারতীয় বিমান বন্দর কর্তৃপক্ষ বদ্ধপরিকর। মন্ত্রকের যুগ্মসচিব শ্রীমতি উষা পাধি উড়ান প্রকল্পকে সফল করে তোলার জন্য সমস্ত পক্ষই যেভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে তা বিশেষ তাপর্যপূর্ণ বলে জানান। তিনি বলেন, ২১শে অক্টোবর দিনটিকে সরকার উড়ান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। 
 
‘উড়ে দেশ কা আম নাগরিক’ বা আরসিএস-উড়ান হল ভারত সরকারের একটি জন-কল্যাণমূলক কর্মসূচি। এর মাধ্যমে দেশের সাধারণ নাগরিককে সাশ্রয়ী মূল্যে বিমান ভ্রমণের সুযোগ প্রদান করা। ২০২৪ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় দেশের ১০০টি বিমান বন্দর, হেলিপোর্টস, ওয়াটারড্রোমস উন্নতি সাধনের লক্ষ্য নিয়েছে ভারতের বিমান বন্দর কর্তৃপক্ষ।
 
 
 
CG/SS/NS


(Release ID: 1666612) Visitor Counter : 242