সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

শ্রী নীতিন গড়করি আসামে দেশের প্রথম মাল্টি-মোডাল লজিস্টিক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

Posted On: 20 OCT 2020 3:08PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০ অক্টোবর, ২০২০

 

 

    কেন্দ্রীয় সড়ক পরিবহণ, মহাসড়ক এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নীতিন গড়করি আজ আসামের জোগিঘোপাতে দেশের প্রথম মাল্টি-মোডাল লজিস্টিক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ৬৯৩.৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্কটি সাধারণ মানুষের মধ্যে বিমান, সড়ক, রেল ও নৌপথে সরাসরি সংযোগ স্থাপনের সুবিধা প্রদান করবে। কেন্দ্রীয় সরকারের ভারতমালা পরিযোজনার আওতায় এটি গড়ে তোলা হবে। এদিন ভার্চুয়াল মাধ্যমে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং, জেনারেল (অবসরপ্রাপ্ত) ডঃ ভি কে সিং এবং রামেশ্বর তেলী। এছাড়াও এদিনের অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, সাংসদ ও বিধায়করা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তাঁর মন্ত্রক দেশে ৩৫টি মাল্টি মোডাল লজিস্টিক পার্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এরমধ্যে অনেকগুলি লজিস্টিক পার্কের পরিকল্পনা তৈরি হয়ে গেছে এবং বেশকিছু পার্কের প্রতিবেদন তৈরির কাজ চলছে। তিনি বলেন, প্রত্যেকটি কাজের জন্য একটি কমিটি গঠন করা হবে এবং সেখানে পেশাদার সিইও নিয়োগ করা হবে। তিনি বলেন, জোগিঘোপাতে যে মাল্টি মোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলা হচ্ছে তা সড়ক, রেল ও বিমান পথকে সংযুক্ত করবে। তিনি বলেন, ব্রহ্মপুত্র সংলগ্ন ৩১৭ একর জমিতে উন্নয়নমূলক কর্মকান্ড হাতে নেওয়া হয়েছে। এই লজিস্টিক পার্ক নির্মাণের প্রথম ধাপটি ২০২৩ সালের মধ্যে শেষ হবে বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন এই কাজের জন্য ইতিমধ্যেই ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যারমধ্যে ১৭১ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, ৮৭ কোটি টাকা ব্যয়ে পরিকাঠামো গঠন এবং ২৩ কোটি টাকা ব্যয়ে রেললাইন বসানোর কাজ করা হবে। আগামী মাস থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে বলেও তিনি জানান। শ্রী গড়করি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ লক্ষ যুবকের কর্মসংস্থানের সুযোগ হবে। 

    কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, এর আওতায় জোগিঘোপাতে এবং গুয়াহাটির মধ্যে ১৫৪ কিলোমিটার দূরত্বের জন্য একটি ৪ লেনের রাস্তা নির্মিত হবে । এছাড়াও জোগিঘোপার সঙ্গে বিভিন্ন স্থানের সংযোগ স্থাপনের জন্য রেল ও সড়ক নির্মাণের কাজ করা হবে। শ্রী গড়করি জানান, নাগপুরের ওয়ার্ধা ড্রাইপোর্ট অঞ্চলে জেএনপিটি-র সহায়তায় ৩৪৬ একর জমিতে একটি মাল্টি মোডাল লজিস্টিক পার্ক তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও বেঙ্গালুরু, পাঞ্জাব, সুরাট, মুম্বাই, ইন্দৌর, পাটনা, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়য় এই ধরণের মাল্টি মোডাল লজিস্টিক পার্ক তৈরির জন্য প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পাশাপাশি চেন্নাই বিমানবন্দর, পুনে এবং লুধিয়ানাতে মাল্টি মোডাল লজিস্টিক পার্ক উন্নয়নের জন্য পরীক্ষা-নিরীক্ষার কাজ চালানো হচ্ছে। তিনি বলেন আসামে ৮০ হাজার কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়ক নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। এরমধ্যে ৩ হাজার ৫৪৫ কিলোমিটার রাস্তার কাজ এই বছরের মধ্যেই শেষ করা হবে। আসামে সড়ক নির্মাণের জন্য সাংসদ সদস্য ও বিধায়করা যে প্রস্তাব দিয়েছিলেন তা অনুমোদিত হয়েছে বলেও তিনি জানান।

    উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং বলেন এই মাল্টি মোডাল লজিস্টিক পার্ক গড়ে ওঠার ফলে ওই অঞ্চলে আর্থিক বিকাশ সম্ভব হবে। শ্রী গড়করি জড়াজীর্ণ সড়কগুলি সংস্কারের জন্য যে উদ্যোগ নিয়েছেন তারজন্য বিশেষ ধন্যবাদ জানান তিনি। এই মাল্টি মোডাল লজিস্টিক পার্কের সাহায্যে বাণিজ্য, শিল্প ও পরিবহণ শিল্পেও বিশেষ সুবিধা মিলবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানান।

 

CG/ SS/NS



(Release ID: 1666266) Visitor Counter : 180