স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

সরকার একাধিক উচ্চস্তরীয় কেন্দ্রীয় দলকে কেরল, কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে পাঠিয়েছে


কেন্দ্রীয় দলগুলি নির্দিষ্ট এলাকায় সংক্রমণ সীমিত রাখা, নজরদারি, নমুনা পরীক্ষা, সংক্রমণ প্রতিরোধ এবং উপযুক্ত চিকিৎসা পরিষেবা ব্যবস্থা মজবুত করতে সাহায্য করবে

Posted On: 16 OCT 2020 11:34AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ অক্টোবর, ২০২০
 
 
 
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে কেরল, কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে উচ্চস্তরীয় কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ে এই রাজ্যগুলিতে নতুন করে করোনায় আক্রান্তের ঘটনা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 
 
প্রতিটি দলে যুগ্ম সচিব পর্যায়ের একজন আধিকারিক রয়েছেন। এছাড়াও একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞও রয়েছে, যিনি জনস্বাস্থ্যের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন ও সেইসঙ্গে সংক্রমণ প্রতিরোধে কি চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তাও পর্যালোচনা করে দেখবেন। 
 
কেন্দ্রীয় দলগুলি ওই রাজ্যগুলিতে সংক্রমণকে নির্দিষ্ট এলাকায় সীমিত রাখা, নজরদারি, নমুনা পরীক্ষা, সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা এবং উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদান ক্ষেত্রে রাজ্যগুলির প্রয়াসকে আরও জোরদার করতে সাহায্য করবে। 
 
কেরলে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজারের বেশি। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় আক্রান্ত হয়েছেন ৮,৯০৬ জন। সুস্থ হয়েছেন ২ লক্ষ ২২ হাজারের বেশি এবং সুস্থতার হার ৬৯.৯০ শতাংশ। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৪,৬০৯ যা জাতীয় স্তরে মোট আক্রান্তের প্রায় ১১.৮ শতাংশ। রাজ্যে করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে ১,০৮৯ জনের এবং মৃত্যু হার ০.৩৪ শতাংশ। 
 
কর্ণাটকে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৪৩ হাজার ছাড়িয়েছে, যা জাতীয় স্তরে মোট আক্রান্তের সংখ্যার প্রায় ১০.১ শতাংশ। এই রাজ্যে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় আক্রান্ত হয়েছেন ১১,০১০ জন। সুস্থ হয়েছেন ৬ লক্ষ ২০ হাজারের বেশি এবং সুস্থতার হার ৮৩.৩৫ শতাংশ। রাজ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৫৫৭, যা জাতীয় স্তরে মোট আক্রান্তের প্রায় ১৪.১ শতাংশ। 
 
রাজস্থান থেকেও ১ লক্ষ ৬৭ হাজারের বেশি ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় আক্রান্ত হয়েছেন ২,০৬৪ জন এবং সুস্থ হয়েছেন প্রায় ১ লক্ষ ৪৪ হাজার। সুস্থতার হার ৮৬.০৭ শতাংশ। রাজ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ পর্যন্ত ২১,৫৮৭, যা জাতীয় স্তরে মোট আক্রান্তের প্রায় ২.৭ শতাংশ। এখনও পর্যন্ত করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে ১,৭০৮ জনের। মৃত্যু হার ১.০২ শতাংশ। 
 
পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ছাড়িয়েছে, যা জাতীয় স্তরে মোট আক্রান্তের প্রায় ৪.২ শতাংশ। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় আক্রান্ত হয়েছেন ৩,১০৬ জন। এখনও সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭১ হাজারের বেশি এবং সুস্থতার হার ৮৭.৭৭ শতাংশ। রাজ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩১,৯৮৪। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৮৭০ জনের এবং মৃত্যু হার ১.৯০ শতাংশ। 
 
ছত্তিশগড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ছাড়িয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ৫,২১৫ জন আক্রান্ত হয়েছেন। আরোগ্য লাভ করেছেন প্রায় ১ লক্ষ ২৪ হাজার ব্যক্তি। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮০.৭৪ শতাংশ। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮,১৮৭, যা জাতীয় স্তরে মোট আক্রান্তের প্রায় ৩.৫ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে ১,৩৮৫ জনের। মৃত্যু হার কমে হয়েছে ০.৯০ শতাংশ। এই রাজ্যে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় করোনায় মৃত্যুর সংখ্যা ৪৭। 
 
কোভিড-১৯ মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যাবতীয় প্রচেষ্টায় সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় রাজ্যগুলিতে কেন্দ্রীয় দল মোতায়েন করে আসছে। রাজ্যগুলির চালু যাবতীয় কাজকর্ম এবং বিভিন্ন বাধা-বিপত্তি দূর করতে কেন্দ্রীয় দলগুলি রাজ্য সরকারকে সাহায্য করবে। 
 
 
 
CG/BD/DM


(Release ID: 1665137) Visitor Counter : 208