প্রতিরক্ষামন্ত্রক

উপ সেনাপ্রধান লেফ্টেন্যান্ট জেনারেল এস কে সায়নি-র আমেরিকার সফর

Posted On: 16 OCT 2020 11:15AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৬ অক্টোবর, ২০২০

 

 

    উপ সেনাপ্রধান লেফ্টেন্যান্ট জেনারেল এস কে সায়নি আগামীকাল (১৭ই অক্টোবর) থেকে ২০শে অক্টোবর পর্যন্ত আমেরিকা সফরে যাচ্ছেন। এই সফরের মূল উদ্দেশ্যই হল ভারত এবং আমেরিকার সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি। 

    এই সফরে উপ সেনাপ্রধান ইউএস আর্মি প্যাসিফিক কম্যান্ড (ইউএসএআরবিআরএসি)এবং আর্মি কম্পোনেন্ট অফ ইন্দো প্যাসিফিক কম্যান্ড (আইএনডিওপিএসিওএম) পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণ ও সেনাবাহিনীতে ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জামগুলির দক্ষতা খতিয়ে দেখবেন। একইসঙ্গে উপসেনা প্রধান আমেরিকার সেনা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মতবিনিময়ও করবেন। পরে উপসেনা প্রধান দুই দেশের সামরিক  সহযোগিতা বৃদ্ধি  এবং সেনাবাহিনী  ক্ষেত্রে সংস্কার, প্রশিক্ষণ, যৌথ অনুশীলন, দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করবেন।

    এই সফরের ফলে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে  বিভিন্ন অভিযান এবং একাধিক  স্তরের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কোভিড-১৯এর বিধিনিষেধ মেনে  ভারত ও আমেরিকা দুটি যৌথ মহড়ায় অংশ নিতে চলেছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ‘যুদ্ধ অভ্যাস’ এবং মার্চ মাসে ‘বজ্র প্রহর’ শীর্ষক এই দুই মহড়া অনুষ্ঠিত হবে।

 

CG/ SS/NS


(Release ID: 1665103) Visitor Counter : 205