কৃষিমন্ত্রক

দু'দিনের ‘চতুর্থ ভারত কৃষি আউটলুক ফোরাম ২০২০’ ওয়েবিনারের উদ্বোধন

Posted On: 15 OCT 2020 5:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫অক্টোবর, ২০২০

 

নতুন দিল্লির কৃষি ভবনে আজ থেকে দু'দিনের ‘চতুর্থ ভারত কৃষি আউটলুক ফোরাম ২০২০’ ওয়েবিনার শুরু হয়েছে।  কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শ্রী পুরুষোত্তম রূপালা এই  সময়ে ‘চতুর্থ ভারতীয় কৃষি আউটলুক ফোরাম ২০২০’ আয়োজনের জন্য কৃষি মন্ত্রকের প্রয়াসের  প্রশংসা করেন।  তিনি উল্লেখ করেন  কি ভাবে কৃষিক্ষেত্র ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।এর জন্য  তিনি  দেশের প্রতিটি কৃষক, প্রতিটি অংশীদারদের অভিনন্দন জানিয়েছেন।কৃষি ক্ষেত্রে   সাম্প্রতিক সংস্কার ও নীতি সংক্রান্ত পদক্ষেপের বিষয়ে তিনি জানান  যে, সরকারের মূল লক্ষ্য কৃষি পরিকাঠামো উন্নয়ন , মৎস্য ও পশুপালনের জন্য মূল্য শৃঙ্খল ও রসদ সরবরাহ সুনিশ্চিত করা এবং এর মাধ্যমে  কৃষিকাজ, উদ্যানক্ষেত্রে সকল কার্যক্রম ও পরিষেবা জোরদার করে তোলা ।  তিনি আত্মবিশ্বাস ব্যক্ত বলেন যে এই  ফোরামের আলোচনায় বিশ্বব্যাপী উন্নয়নমূলক সমস্যা এবং প্রাকৃতিক সম্পদের গুণগতমান বজায় রেখে কৃষকদের কল্যাণ ও সমৃদ্ধিতে কৃষি ক্ষেত্রে পরিবর্তন   সম্পর্কে আরও স্পষ্ট ধারণা  তুলে ধরা  হবে। অনুষ্ঠানে  এই সঙ্কটময়  সময়ে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রয়াসের  প্রশংসা করে, মন্ত্রকের সচিব  শ্রী সঞ্জয় আগরওয়াল গত কয়েকমাসে শুরু হওয়া কৃষি সংস্কার সম্পর্কে অবহিত করেন।  

 

 এবার আলোচনার মূল বিষয় হ'ল মহামারী জেরে প্রভাবিত   জাতীয় এবং আন্তর্জাতিক কৃষি অর্থনৈতিক পরিস্থিতি এবং প্রতিকূল প্রভাব হ্রাসে  ভারত ও বিশ্ব  অর্থনীতিকে সচল রাখার  লড়াই ।

 

 

 এই ফোরামে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, জাতীয় ও আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান,ফাও,ইইউ এবং ওইসিডির মতো আন্তর্জাতিক সংস্থা, আইসিএআর'এর  বিজ্ঞানী, কৃষি-শিল্প, ব্যবসায় এবং কৃষক সমিতির প্রতিনিধিরা যোগ দিয়েছেন ।

 

CG/SS



(Release ID: 1664958) Visitor Counter : 166