সারওরসায়নমন্ত্রক

সার উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি কর্মক্ষমতা এবং ভবিষ্যৎ প্রস্তুতি পর্যালোচনা করেছেন শ্রী সদনন্দ গৌড়া

Posted On: 14 OCT 2020 2:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ই অক্টোবর, ২০২০

 

\

কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী সদানন্দ গৌড়া সার উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির কর্মক্ষমতা এবং তাদের ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়গুলি একটি বৈঠকে পর্যালোচনা করেছেন। এই বৈঠকে সার দপ্তরের সচিব শ্রী ছবিলেন্দ্র রাউল সহ বিভিন্ন সার উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির চিফ ম্যানেজিং ডিরেক্টররা উপস্থিত ছিলেন।

শ্রী গৌড়া সার উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি, লকডাউনের সময় বিভিন্ন সমস্যা অতিক্রম করে যেভাবে কৃষকদের কাছে তাদের উৎপাদিত সার পৌঁছে দিতে পেরেছে, তার জন্য অভিনন্দন জানিয়েছেন। দেশজুড়ে লকডাউনের সময়েও ইউরিয়া সহ অন্যান্য সার উৎপাদন এবং বন্টনের কাজ সুষ্ঠভাবে হয়েছে। দেশের সংস্থাগুলি এবং সার দপ্তরের আধিকারিকদের সক্রিয়তার কারণে ইউরিয়ার সঙ্কট দেখা যায় নি। এবছর খরিফ মরশুমে ভালো বৃষ্টিপাত হওয়ায় এবং বেশি জমিতে চাষের কারণে ইউরিয়ার চাহিদা বেড়ে গিয়েছিল।

আসন্ন রবি মরশুমে সার উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রী পরামর্শ দিয়েছেন যাতে কৃষকরা যথাযথ সময়ে পর্যাপ্ত পরিমাণে সার পেতে পারেন। শ্রী গৌড়া, বিভিন্ন কারখানার চিফ ম্যানেজিং ডিরেক্টরদের নগদবিহীন আর্থিক লেনদেনের জন্য কৌশল তৈরি করার নির্দেশ দিয়েছেন। এর ফলে সারের জন্য বরাদ্দকৃত ভর্তুকি যথার্থ সুবিধাভোগীরা পাবেন। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিকে আত্মনির্ভর হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেছেন,ন্যানো ফার্টিলাইজার সহ বিভিন্ন ধরণের সার উৎপাদনে উদ্যোগী হতে, এছাড়াও উৎপাদন কেন্দ্রের প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নয়নের পরিকল্পনা করতে হবে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত্ব সার উৎপাদনকারী সংস্থাগুলিকে ভবিষ্যতে কেন্দ্রের বাজেটের ওপর মুখাপেক্ষী হতে হবে না এবং তারা বেসরকারী সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।

শ্রী রাউল বিপর্যয় ব্যবস্থাপনার জন্য সংস্থাগুলিকে যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে বলেছেন। চিফ ম্যানেজিং ডিরেক্টররা তাঁদের সংস্থার বিষয়ে বিস্তারিতভাবে বৈঠকে জানিয়েছেন।

 

 

CG/CB/SFS



(Release ID: 1664607) Visitor Counter : 108