নির্বাচনকমিশন

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড থেকে অবসর গ্রহণকারী ১১ জন সদস্যের আসন পূরণের জন্য রাজ্যসভায় দ্বিবার্ষিক নির্বাচন

प्रविष्टि तिथि: 13 OCT 2020 12:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ অক্টোবর, ২০২০

 

আগামী নভেম্বর মাসে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড থেকে ১১ জন সদস্য রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করছেন। এই শূণ্য পদ পূরণের জন্য কমিশন দ্বিবার্ষিক নির্বাচন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য আগামী ২০ অক্টোবর, মঙ্গলবার, বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৭শে অক্টোবর। মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে ২৮ অক্টোবর, বুধবার। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ২ নভেম্বর। ভোটগ্রহণ ৯ নভেম্বর, সোমবার। সকাল ৯টা থেকে বিকে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। ভোটগণনা ৯ নভেম্বর বিকেল ৫টায়। ১১ নভেম্বর, বুধবারের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। কমিশন এক নির্দেশে জানিয়ে দিয়েছে যে, ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। এক্ষেত্রে ব্যালট পেপারে পছন্দসই প্রার্থীকে ভোট দিতে হবে।তবে ভোটদানের সময়  রিটার্নিং অফিসারের  প্রদত্ত সুনির্দিষ্ট বেগুণী রং-এর স্কেচ পেন ব্যবহার করতে হবে। অন্য কোনও পেন ব্যবহার করা যাবে না। 

 

নির্বাচন পরিচালনা করার সময় কোভিড-১৯ কন্টেনমেন্ট ব্যবস্থাপনা সম্পর্কে বর্তমান নির্দেশাবলী মেনে চলা হচ্ছে কিনা, তা সুনিশ্চিত করতে কমিশন রাজ্য থেকে একজন বরিষ্ঠ আধিকারিককে নিয়োগ করার জন্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মাস্ক পড়া বাধ্যতামূলক। নির্বাচন স্থল বা প্রাঙ্গণে প্রবেশের সময় সকল ব্যক্তির তাপমাত্রা পরীক্ষা করা হবে। স্যানিটাইজার থাকাও বাধ্যতামূলক। কোভিড-১৯ নির্দেশিকা অনুসারে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এমনকি, নির্বাচন পরিচালনার সময় কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এই নির্দেশিকা কমিশনের ওয়েবসাইট - https://eci.gov.in/files/file/12167-broad-guidelines-for-conduct-of-general-electionbye-election-during-covid-19/ -এ পাওয়া যাবে। কমিশন সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দায়িত্ব দিয়েছে। 

 

উত্তরপ্রদেশ থেকে যে রাজ্যসভার সাংসদরা আগামী ২৫ নভেম্বর অবসর নিচ্ছেন তাঁরা হলেন – ডঃ চন্দ্রপাল সিং যাদব, জাভেড আলি খান, অরুণ সিং, নীরজ শেখর, পি এল পুনিয়া, হরদীপ সিং পুরী, রবিপ্রকাশ ভার্মা, রাজা রাম, রামগোপাল যাদব এবং বীর সিং। উত্তরাখণ্ড থেকে ঐদিন অবসর নিচ্ছেন রাজ্যসভার সাংসদ রাজ বব্বর।

 

 

CG/SS/DM


(रिलीज़ आईडी: 1664015) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Tamil , Telugu