আদিবাসীবিষয়কমন্ত্রক

ট্রাইফেড, ছত্তিশগড় এমএসপি ফেডারেশন এবং আইআইটি কানপুরের সঙ্গে যৌথভাবে আগামীকাল “টেক ফর ট্রাইবালস ইনিশিয়েটিভ” কর্মসূচির সূচনা করবে

Posted On: 12 OCT 2020 4:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২০

 

 

উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ট্রাইফেড ছত্তিশগড়ের এমএসপি ফেডারেশন এং কানপুর আইআইটি- সঙ্গে যৌথ উদ্যোগে আগামীকালটেক ফর ট্রাইবালস্ইনিশিয়েটিভকর্মসূচির সূচনা করবে। ইএসবিপি কর্মসূচির মাধ্যমে অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ গোষ্ঠীগুলির সহযোগিতায় ট্রাইফেড বনধন সুবিধাভোগীদের উন্নত প্রশিক্ষণ দেবে। এর সাহায্যে সুবিধাভোগীরা তাঁদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং শিল্পোদ্যোগে উৎসাহী হবেন। বনধন কেন্দ্রগুলির সাহায্যে উপজাতিদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা শিল্পোদ্যোগ সম্পর্কে যেমন ধারণা পাবেন, পাশাপাশি, তথ্য প্রযুক্তি সম্পর্কেও তাঁদের প্রশিক্ষিত করা হবে।

এই উদ্যোগে ট্রাইফেড কানপুর আইআইটি, ব্যাঙ্গালোরের আর্ট অফ লিভিং, মুম্বাইয়ের টিআইএসএস, ভুবনেশ্বরের কেআইএসএস, তামিলনাডুর বিবেকানন্দ কেন্দ্র এবং রাজস্থানের সৃজনের সঙ্গে যৌথভাবে ছত্তিশগড়, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, ওডিশা, তামিলনাডু এবং রাজস্থানের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের প্রশিক্ষণ দেবেন। আদিবাসী শিল্পোদ্যোগী এবং শহরের উপভোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোই এই কর্মসূচি মূল উদ্দেশ্য।

সুবিধাভোগীরা সপ্তাহ ধরে ৩০ দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেবেন। ছত্তিশগড়ের সমস্ত জেলার বনধন সুবিধাভোগীরা আইআইটি কানপুরের মাধ্যমে অনলাইনে ক্লাস করার পাশাপাশি, হাতে-কলমে প্রশিক্ষণও পাবেন। বাজারের চাহিদা মেনে উৎপাদনশৈলী, গুণমান বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মতো বিষয়গুলি এর প্রশিক্ষণের অঙ্গ। এর ফলে, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বনজ সম্পদ যথাযথভাবে প্যাকেজিংএর মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছনোর পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। প্রশিক্ষণের ধ্য দিয়ে কাজে নিয়োজিত হওয়া, ক্ষমতা বৃদ্ধি বাজারের চাহিদা সম্পর্কে ধারণামূলত এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সঠিকভাবে ব্যবসা-বাণিজ্য করার বিষয়ে ধারণা পাবে

 

CG/CB/SB



(Release ID: 1663771) Visitor Counter : 176