প্রধানমন্ত্রীরদপ্তর

ডঃ রাম মনোহর লোহিয়ার মৃত্যু দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

प्रविष्टि तिथि: 12 OCT 2020 5:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর,  ২০২০

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডঃ রাম মনোহর লোহিয়াকে তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন।

 প্রধানমন্ত্রী বলেছেন, “গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। লোহিয়াজী হলেন দেশের অনুপ্রেরণার উৎস, যিনি ক্ষমতার সঠিক ব্যবহারের জন্য, গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করার জন্য  নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন, ।  

সমাজতন্ত্রের প্রবর্তক এবং যিনি ক্ষমতার সঠিক প্রয়োগ ও দেশহিতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, সেই লোহিয়াজীর প্রয়াণ দিবসে তাঁকে জানাই কোটি কোটি নমস্কার”।   

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1663770) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam