আয়ুষ

রোগ উপশমকারী মহাত্মা গান্ধীকে স্মরণ করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ নেচারোপ্যাথি

Posted On: 12 OCT 2020 11:18AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১২ অক্টোবর, ২০২০
 
 
 
আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট অফ নেচারোপ্যাথি মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম বার্ষিকীতে তাঁকে স্মরণ করেছে। স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টির বিষয়ে মহাত্মা গান্ধীর ভাবনাকে প্রচার করতে এই সংস্থা ৪৮টি ওয়েবিনারের আয়োজনের উদ্যোগ নেয়। দোশরা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ‘লিভিং গান্ধী’ শীর্ষক একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। মহারাষ্ট্রের প্রাক্তণ অতিরিক্ত মুখ্য বনপাল শ্রী এ এন ত্রিপাঠি এই অনুষ্ঠানে স্বাস্থ্য সম্পর্কে মহাত্মা গান্ধীর ভাবনা নিয়ে বক্তব্য রেখেছেন। এই ওয়েবিনারগুলিতে বিভিন্ন বক্তা রোগ উপশমকারী হিসেবে মহাত্মা গান্ধীর ভাবনা নিয়ে আলোচনা করেছেন। মহাত্মাজীর অহিংস আন্দোলন নানা সমস্যার সমাধানে উল্লেখযোগ্য পন্থা বলে আলোচনায় উঠে এসেছে। ১৮ই নভেম্বর পর্যন্ত মহাত্মা গান্ধীকে নিয়ে এই ওয়েবিনারগুলি অনুষ্ঠিত হবে,  যেখানে গান্ধীজির ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচিত হবে। এরমধ্যে দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের বিষয়টি অগ্রাধিকার  পাচ্ছে। আয়ুষ মন্ত্রক সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছে। এই অনুষ্ঠানগুলিতে https://www.facebook.com/watch/punenin/ এই লিঙ্কের মাধ্যমে অংশ নেওয়া যাবে।   
 
 
 
CG/CB/NS


(Release ID: 1663680) Visitor Counter : 173