সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

ভারতমালা পরিযোজনার আওতায় ২ হাজার ৯২১ কিলোমিটার সড়ক নির্মিত, ১২ হাজার ৪১৩ কিলোমিটার সড়ক নির্মাণের ৩২২টি প্রকল্পে বরাত

Posted On: 11 OCT 2020 9:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ অক্টোবর,  ২০২০

 

ভারতমালা পরিযোজনার আওতায় গত অগাস্ট মাস পর্যন্ত ১২ হাজার ৪১৩ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের জন্য ৩২২টি প্রকল্পের বরাত দেওয়া হয়েছে। এছাড়াও, কর্মসূচির আওতায় গত অগাস্ট মাস পর্যন্ত ২ হাজার ৯২১ কিলোমিটার সড়ক নির্মিত হয়েছে। 

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ভারতমালা পরিযোজনার প্রথম পর্যায়ে জাতীয় মহাসড়কগুলির বিস্তারিত পর্যালোচনা এবং এই খাতে বিনিয়োগের অনুমতি দিয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে ৫ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা। 

মহাসড়ক ক্ষেত্রের সার্বিক উন্নয়ন ও রক্ষণা-বেক্ষণের জন্য ভারতমালা পরিযোজনা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় মহাসড়ক ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ সহ মহাসড়কগুলির সঙ্গে অর্থনৈতিক করিডরগুলির যোগাযোগ, সীমান্ত ও আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় সড়ক নির্মাণ, উপকূলবর্তী ও বন্দর এলাকায় সড়ক যোগাযোগ তথা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

 

CG/BD/CB/SB



(Release ID: 1663563) Visitor Counter : 180