ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
২০২০-২১ খরিফ বিপণন মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যের সাহায্যে শস্য সংগ্রহ
Posted On:
10 OCT 2020 6:33PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১০ অক্টোবর, ২০২০
২০২০-২১ খরিফ বিপণন মরশুম শুরু হয়ে গেছে। কেন্দ্র অন্যান্য বছরের মতো এবছরও কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে শস্য সংগ্রহ শুরু করেছে।
২০২০-২১ খরিফ বিপণন মরশুমে ধান সংগ্রহ প্রত্যাশা মতোই হচ্ছে। ৯ই অক্টোবরের হিসেব অনুযায়ী বিভিন্ন রাজ্যের ২ লক্ষ ৮৩ হাজার কৃষকের থেকে ৩২,১২,৪৩৯ মেট্রিক টন ধান ৬০৬৫ কোটি ৯ লক্ষ টাকার বিনিময়ে সংগ্রহ হয়েছে।
এছাড়াও বিভিন্ন রাজ্যের থেকে প্রস্তাব পাওয়ার পর ২০২০ খরিফ বিপণন মরশুমে ডালশস্য এবং তৈলবীজ ৩০ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। তামিলনাডু়, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ থেকে এগুলি সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার থেকে ১ লক্ষ ২৩ হাজার মেট্রিক টন নারকেলের শুষ্ক শীষ সংগ্রহ করার উদ্যোগ শুরু হয়েছে। মূল্য সহায়ক প্রকল্পের আওতায় অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনে ডালশস্য, তৈলবীজ এবং নারকেলের শুষ্ক শীষ সংগ্রহের অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে এইসব শস্যগুলির ন্যূনতম সহায়ক মূল্য বাজার দরের থেকে বেশি হলে তবেই সেগুলি সংগ্রহ করা হবে।
৯ই অক্টোবর পর্যন্ত সরকার তামিলনাডু় এবং হরিয়ানা থেকে ৪৫৯.৬ মেট্রিক টন মুগ সংগ্রহ করেছে। ৩২৬ জন কৃষকের কাছ থেকে ৩ কোটি ৩৩ লক্ষ টাকা দিয়ে এগুলি সংগ্রহ করা হয়েছে। একই ভাবে ৫ হাজার ৮৯ মেট্রিক টন নারকোলের শুষ্ক শীষ সংগ্রহ করা হয়েছে কর্ণাটক এবং তামিলনাডু়র ৩ হাজার ৯৬১ জন কৃষকের কাছ থেকে। এরজন্য ব্যয় হয়েছে ৫২ কোটি ৪০ লক্ষ টাকা। নারকোলের শুষ্ক শীষ এবং অড়হরের ডালের ক্ষেত্রেও যদি দেখা যায় বাজারদর ন্যূনতম সহায়ক মূল্যের থেকে কম হচ্ছে তাহলে সেগুলিও সংগ্রহ করা হবে।
CG/CB/NS
(Release ID: 1663446)
Visitor Counter : 144