নির্বাচনকমিশন
ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির নাম নিবন্ধীকরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সময় সীমায় ছাড় দিয়েছে
Posted On:
09 OCT 2020 10:59AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ অক্টোবর, ২০২০
ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির নাম নথিভুক্তি করণের সময়সীমায় ছাড় দিয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশের সময় ৩০ দিন থেকে কমিয়ে ৭ দিন করা হয়েছে। যে সমস্ত রাজনৈতিক দল ৭ই অক্টোবরের বা তার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে। ৭ই অক্টোবরের আগে যে সমস্ত রাজনৈতিক দল ৭ দিনেরও কম সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছে, তারা সহ সমস্ত রাজনৈতিক দলের যদি কোনও আপত্তি থেকে থাকে, তবে তারা আগামী ১০ই অক্টোবর অথবা ৩০ দিনের সময়সীমা শেষ হচ্ছে (যেটি আগে হবে) বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাদের সর্বশেষ তথ্য জমা দিতে পারবে।
ভারতের নির্বাচন কমিশন গত ২৫শে সেপ্টেম্বর বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে। এই ঘোষণার পর কমিশনের নজরে আনা হয় যে, কোভিড-১৯ পরিস্থিতির জেরে একাধিক বিধিনিষেধের ফলে রাজনৈতিক দলগুলির নাম নথিভুক্তিকরণের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। যার ফলে, রাজনৈতিক দলগুলির নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়াতেও দেরী হচ্ছে। এই বিষয়টির কথা বিবেচনা করে কমিশন বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমার ক্ষেত্রে ছাড় দিয়েছে। উল্লেখ্য আগামী ২০শে অক্টোবর বিহারে তৃতীয় দফার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ থেকে এই নিয়মকার্যকর হবে।১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯এ ধারানুযায়ী, রাজনৈতিক দলগুলির নিবন্ধীকরণ প্রক্রিয়া হয়ে থাকে। নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারী রাজনৈতিক দলগুলি তাদের প্রস্তাবিত দলের নাম ২টি জাতীয় দৈনিক পত্রিকা এবং ২টি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হয়। ২ দিন আপত্তি জানানোর জন্য থাকে।যদি রাজনৈতিক দলের নাম নথিভুক্তকরণ সম্পর্কিত কোন আপত্তি থাকে তা হলে এই ধরণের বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে তা কমিশনকে জানাতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
CG/SS/SB
(Release ID: 1663097)
Visitor Counter : 315