সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

শিক্ষার উপকরণগুলিকে ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য আইএসএলআরটিসি এবং এনসিইআরটি-র মধ্যে ঐতিহাসিক সমঝোতাপত্র স্বাক্ষরিত

Posted On: 06 OCT 2020 4:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ অক্টোবর, ২০২০
 
 
 
শ্রবণশক্তিহীন ও বধির শিশুদের শিক্ষার উপকরণ তৈরি করতে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (আইএসএলআরটিসি) এবং শিক্ষা মন্ত্রকের আওতাধীন জাতীয় প্রতিষ্ঠান এনসিইআরটি-র মধ্যে ঐতিহাসিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। মূলত, এই ধরণের  শিশুরা  যাতে পছন্দসই ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে পড়াশুনা করতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভার্চ্যুয়াল মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ থাওয়ার চাঁদ গেহলট এবং  কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ – এর উপস্থিতিতে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।সেখানে দুই মন্ত্রকের সচিবরা উপস্থিত ছিলেন। আইএসএলআরটিসি-র যুগ্মসচিব এবং এনসিইআরটি-র অধিকর্তা এই সমঝোতাপত্র স্বাক্ষর করেন। 
 
অনুষ্ঠানের ভাষণে শ্রী গেহলট বলেন, এই সমঝোতাপত্র স্বাক্ষর এক ঐতিহাসিক পদক্ষেপ। কারণ,এখন থেকে  ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে এনসিইআরটি-র পাঠ্যপুস্তকগুলি পাওয়া সহজ হবে। এর ফলে, যে সমস্ত শিশুরা কানে শুনতে পায় না, তাদের পক্ষে ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে পড়াশুনা করার বিশেষ সুবিধা মিলবে। পাশাপাশি, এই উদ্যোগ  এধরনের শিক্ষার্থী, শিক্ষক, প্রশিক্ষক, অভিভাবক এবং শ্রবণ শক্তিহীনদের  বিশেষ উপকারে আসবে। এই সমঝোতাপত্র স্বাক্ষরের পর এনসিইআরটি শিক্ষামূলক পাঠ্যপুস্তকগুলি ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে পাওয়া যাবে। দেশের যে কোনও প্রান্তেই শ্রবণশক্তিহীন শিক্ষার্থীরা এনসিইআরটি-র বই ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে পড়তে পারবে। এখানে হাতের মাধ্যমে বা চোখে দেখার মাধ্যমে শ্রবণশক্তিহীন শিক্ষার্থীরা পড়তে পারবেন। শ্রী গেহলট বলেন, ২০২০’র নতুন  শিক্ষা নীতি এবং ২০১৬’র ভিন্নভাবে  সক্ষম ব্যক্তিদের অধিকার আইনের লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই এই চুক্তি স্বাক্ষর। এই চুক্তির ফলে এনসিইআরটি-র পাঠ্যপুস্তক,  শিক্ষক-শিক্ষিকাদের বই এবং অন্যান্য উপকরণ ও প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হিন্দি ও ইংরাজি মাধ্যমের উভয় বিষয়ের বইগুলি ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করা হবে এবং তা ডিজিটাল ফরম্যাটে পাওয়া যাবে।
 
অনুষ্ঠানে শ্রী নিশাঙ্ক বলেন, এনসিইআরটি-র আজ ৬০তম প্রতিষ্ঠান দিবসে এই চুক্তি স্বাক্ষর এক ঐতিহাসিক পদক্ষেপ। তিনি বলেন, নতুন জাতীয় শিক্ষা নীতিতে ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই চুক্তি এনসিইআরটি-র শিক্ষা উপকরণগুলিকে ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে বিশেষ সাহায্য করবে। শ্রী নিশাঙ্ক আরও বলেন, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়ন ও কল্যাণে বিগত ৬ বছর ধরে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই সমঝোতা দেশের শ্রবণ শক্তি হীন  শিশুদের ক্ষমতায়নের বিশেষ পথ দেখাবে বলেও তিনি জানান। শ্রী নিশাঙ্ক বলেন, নতুন শিক্ষা নীতি দেশে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে। 
 
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রকের আওতাধীন সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং দপ্তরের সচিব শ্রীমতী অনিতা কারোয়াল বলেন, নতুন শিক্ষা নীতিতে একাধিক ভাষায় শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রকের আওতাধীন এনসিইআরটি-র ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ভিন্নভাবে  সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন দপ্তরের সচিব শ্রীমতী শকুন্তলা ডি গ্যাম্বলিং  জানান, শিশুদের শৈশব কাল থেকেই জ্ঞানের বিকাশ ঘটানো প্রয়োজন। এ পর্যন্ত শ্রবণশক্তিহীন  শিশুদের কেবলমাত্র মৌখিক বা লিখিত মাধ্যমে পড়াশুনা শেখানো হ’ত। এই সমঝোতা চুক্তির ফলে তারা এখন থেকে একক ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়াশুনার সুযোগ পাবে বলেও তিনি জানান।  
 
 
 
 
CG/SS/SB


(Release ID: 1662183) Visitor Counter : 116