জাহাজচলাচলমন্ত্রক

শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা করলেন শ্রী মনসুখ মাণ্ডব্য

Posted On: 02 OCT 2020 6:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ অক্টোবর, ২০২০

 

 

কেন্দ্রীয় জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মাণ্ডব্য আজ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এসসিআই-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল পদ্ধতিতে সংস্থার হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা করেন।

 

শ্রী মাণ্ডব্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার হীরক জয়ন্তী উদযাপন বর্ষের প্রতীকের আবরণ উন্মোচন করেন। সংস্থারই এক কর্মী এই প্রতীকের নকশা বানিয়েছেন। এই উপলক্ষে মন্ত্রী একাধিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন।

 

শ্রী মাণ্ডব্য বলেন, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া গৌরবময় ৫৯ বছর অতিক্রম করে ৬০তম বর্ষে পদার্পণ করছে। সংস্থার আর্থিক কাজকর্মের প্রশংসা করে শ্রী মাণ্ডব্য বলেন, এসসিআই-এর অগ্রগতির সঙ্গে ভারতের অগ্রগতিও যুক্ত রয়েছে। গান্ধী জয়ন্তীর দিন সংস্থার প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজি আত্মনির্ভর হওয়ার যে পরিকল্পনা করেছিলেন, সংস্থাটিকেও সেই লক্ষ্যে অগ্রসর হতে হবে। আগামী বছরগুলিতে সংস্থাটি আরও বেশি সাফল্য অর্জন করতে পারবে বলে শ্রী মাণ্ডব্য আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে জাহাজ চলাচল বিষয়ক সচিব ডঃ সঞ্জীব রঞ্জন, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিএমডি শ্রী এইচ কে যোশী সহ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। 

 

 

CG/BD/DM



(Release ID: 1661174) Visitor Counter : 206