স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবসে ডঃ হর্ষ বর্ধন ২০২০-২০৩০ দশককে প্রবীণ নাগরিকদের সুস্বাস্থ্যের দশক হিসেবে পালনের এক কর্মসূচির সূচনা করেছেন

प्रविष्टि तिथि: 01 OCT 2020 1:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২০

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবসে বয়স্ক নাগরিকদের সুস্বাস্থ্যের বিষয়ে সরকারের অঙ্গীকার আবারও ব্যক্ত করেছেন। প্রতি বছর পয়লা অক্টোবর এই দিনটি আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস হিসেবে পালনের জন্য রাষ্ট্রসঙ্ঘে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রবীণ নাগরিকদের তাঁদের পরিবার, সম্প্রদায় এবং সমাজে অবদানের স্বীকৃতিস্বরূপ ও বার্ধক্যের বিষয়ে সচেতনতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ডঃ হর্ষ বর্ধন ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার ফর দ্য এল্ডারলি অনুষ্ঠানে জানিয়েছেন, প্রবীণ নাগরিকদের জন্য সর্বাত্মক অথচ স্বল্পমূল্যে যত্ন নেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কমপক্ষে ১০টি বেডকে প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, ১৯টি আঞ্চলিক কেন্দ্র বিভিন্ন মেডিকেল কলেজে এবং দুটি জাতীয় কেন্দ্র গড়ে তোলা হবে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য চিকিৎসার সবরকমের ব্যবস্থা থাকবে।

 

ডঃ বর্ধন ২০২০ থেকে ২০৩০ – এই দশকটিকে সুস্বাস্থ্যের বার্ধক্যের দশক বলে একটি কর্মসূচি ঘোষণা করেছেন। এর জন্য সারা বছর ধরে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন জাতীয় স্বাস্থ্য কর্মসূচিতে একই লক্ষ্যে কাজ করা হল এই দশক পালনের মূল লক্ষ্য । সরকারি দপ্তর এবং মন্ত্রক, সম্প্রদায়-ভিত্তিক বিভিন্ন সংগঠন, অসরকারি সংগঠন এবং বহুজাতিক সংস্থাগুলি এই কর্মসূচীর মাধ্যমে বার্ধক্যে সুস্থ থাকার জন্য একটি পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে।

 

ভারতে প্রবীণ নাগরিকরা মোট জনসংখ্যার কত শতাংশ জুড়ে রয়েছেন এবং তাঁদের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের জন্য 'লংগিচিউডিনাল এজিং স্টাডি ইন ইন্ডিয়া' কর্মসূচির সূচনা হয়েছে। ডঃ বর্ধন জানিয়েছেন, কোভিড-১৯ মহামারীর ফলে জনস্বাস্থ্যে যে সঙ্কট দেখা দিয়েছে তার ফলে ভারত সহ সারা বিশ্বে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রসঙ্ঘ এ বছরের আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবসের মূল ভাবনা হিসেবে 'মহামারী : আমরা কিভাবে বয়স্ক মানুষদের সমস্যাগুলি এবং বার্ধক্যের মোকাবিলা করব, সেই পদ্ধতিতে কি পরিবর্তন এনেছে?’ বিষয়টিকে ঘোষণা করেছে। কোভিড-১৯-এর মতো মহামারীর ফলে প্রবীণ নাগরিকরা যে ঝুঁকির সম্মুখীন হয়েছেন সেই বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেছেন, সরকার এই সমস্যার সমাধানে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারগুলিকে প্রবীণ নাগরিকদের জন্য প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ওষুধের ব্যবস্থা করার পরিকাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

CG/CB/DM


(रिलीज़ आईडी: 1660703) आगंतुक पटल : 573
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Tamil , Malayalam